শিরোনামঃ-

» র‌্যাব-৯’র প্রেসব্রিফিং; ছিন্নভিন্ন ২ জঙ্গির লাশ ওসমানী মেডিকেলে প্রেরণ

প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০১৭ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ সিলেটের দক্ষিন সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনাবাহিনীর অপারেশন টোয়াইলাইটে নিহত ৪ জঙ্গির মধ্যে ২ জঙ্গির লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

তাদের দু’জনের শরীরে লাগানো ‘সুইসাইড ভেস্ট’ বিস্ফোরিত হয়ে যাওয়ায় কারো ফেইস (মুখ) চেনার মতো উপায় নেই।

ফলে এ দুটো লাশের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অধিনায়ক লে: কর্নেল আলী হায়দার আজাদ আহমদ।

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টায় সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং র‌্যাব হেড কোয়ার্টার্সের নির্দেশে দুপুর ১২টা থেকে আতিয়া মহলের অভ্যন্তরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করে র‌্যাবের বোম্ব ডিসপোজাল এবং ডগ স্কোয়াড। এ সময় ভবনের নিচ তলা থেকে দু’টি লাশের দেহাবশেষ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ভবনের ভেতরে অনেক ধ্বংসস্তুপ-ধ্বংসাবশেষ রয়েছে। ওই ধ্বংসস্তুপে কোন বিস্ফোরক রয়েছে কি-না তা চেক করতে হবে। প্রথম দিনে ওই ভবন থেকে কোন বিস্ফোরক উদ্ধার হয়নি।

তাছাড়া ভবনের ভেতরে অনেক আইইডি থাকায় সতর্কতার সাথে অপারেশন পরিচালনা করতে হচ্ছে। ভবনটি পুরোপুরি বিস্ফোরকমুক্ত করে ক্লিয়ার করতে আরো কয়েকদিন সময় লাগতে পারে বলে জানান তিনি।

অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য সার্ভিস অর্গানাইজেশনসমূহ তাদেরকে সহযোগিতা করছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে ফের অভিযান শুরু হবে বলে জানান তিনি।

উদ্ধার অভিযানের টেকনিক্যাল সাইড তদারকি করছেন র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের লে: কর্নেল আরিফুল ইসলাম মাহমুদ।

প্রেস ব্রিফিংকালে তিনি ছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বাসুদেব বণিক, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার সকাল সকাল ৮টায় আতিয়া মহল পরিদর্শনে আসে র‌্যাবের বোম ডিসেপোজাল ইউনিট। দুপুর ১২টা থেকে ভবনের পরিচ্ছন্নতা অভিযান শুরু করে তারা। অভিযান চলাকালে ভবনের চারপাশে অবস্থান নেয় র‌্যাবসহ অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পাশাপাশি সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের হুমায়ুন রশীদ চত্বর থেকে শিববাড়ি পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930