শিরোনামঃ-

» করদাতার সংখ্যা ২৮ লাখ ৩৩ হাজার পেড়িয়ে

প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০১৭ | মঙ্গলবার

ইকোনমিক ডেস্কঃ বাংলাদেশে করদাতার সংখ্যা ২৮ লাখ ছাড়িয়েছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ইলেকট্রনিক ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (ই-টিআইএন) রেজিস্ট্রেশন করেছেন ২৮ লাখ ৩৩ জন করদাতা।

রাজস্ব আহরণে বড় ধরনের সফলতা আশা করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান সাংবাদিককে বলেন, আমরা স্বাবলম্বী হওয়ার পথে এগোচ্ছি। যারা নিজের পায়ে দাড়াঁতে চান, তারা রাজস্ব দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন। রাজস্ব সংগ্রহে তারা বাহাদুরি দেখাবেন। রাজস্ব সংগ্রহে আগামীতে আমরা বড় ধরনের সফলতা দেখাতে চাই।

২৮ লাখ ই-টিআইএন রেজিস্ট্রেশনের তথ্য জানিয়ে এনবিআরের সদস‌্য (কর ও সেবা ব্যবস্থাপনা) কালিপদ হালদার সাংবাদিককে বলেন, এটা অকল্পনীয়। জুন মাসেও করদাতার সংখ্যা ছিল ১৯ লাখ। সেখানে আজ করদাতার সংখ্যা ২৮ লাখ ৩৩ জন। অর্থাৎ জুন পরবর্তী সময়ে প্রতি মাসে ১ লাখ করদাতা নিবন্ধন করেছেন। এতে প্রমাণিত হয়, রাজস্ব বোর্ড জনগণের আস্থা অর্জন করেছে। বর্তমানে হয়রানিমুক্ত পরিবেশ বিরাজ করছে। করদাতারা স্বপ্রণোদিত হয়ে রেজিস্ট্রেশন করছেন।

এনবিআর ২০১৮-২০১৯ সালের মধ্যে করদাতার সংখ্যা ৩০ লাখে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। যদিও এনবিআর চেয়ারম‌্যান আশা করছেন, চলতি কর বছর শেষে করদাতা প্রায় ৩০ লাখ হয়ে যাবে।

অর্থমন্ত্রী চলতি অর্থবছরে ২৫ লাখ করদাতা সংগ্রহের ঘোষণা দিয়েছিলেন, যা এনবিআর আগেই অতিক্রম করেছে।

আয়কর সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, ‘করদাতার সংখ্যা আগের তুলনায় বেড়েছে। আশা করছি, চলতি অর্থবছর শেষে তা ১৮ লাখ ছাড়িয়ে ২০ লাখ হবে, ২৫ লাখের কাছাকাছিও হতে পারে।’

২০১৩ সালের জুলাইয়ে ই-টিআইএন রেজিস্ট্রেশন শুরু করে এনবিআর।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30