শিরোনামঃ-

» ইস্কন সিলেটে জয়পতাকা স্বামী গুরমহারাজের আবিভার্ব তিথি ব্যাসপূজা মহোৎসব ৬ এপ্রিল শুরু

প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০১৭ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন –এর অন্যতম জি বি সি দীক্ষাগুরু শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৬৮তম শুভ আবিভার্ব তিথি ব্যাসপূজা মহোৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সিলেট নগরীর কাজলশাস্থ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনে এই ব্যাসপূজা মহোৎসব অনুষ্ঠিত হবে।

৩ দিনব্যাপি অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, ৬ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় শুভ অধিবাস ও কীর্তন মেলা।

৭ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৭টায় দর্শন আরতি ও গুরু পূজা, সকাল ৯টায় কীর্তন মেলা, সকাল ১০টায় শ্রীল গুরুমহারাজের চিত্রপট, ভকতির বাণী, অফারিং লেটার ও ফটো গ্যালারী এর মোড়ক উন্মোচন।

সকাল সাড়ে ১০টায় শ্রীল গুরুমহারাজের মহা-অভিষেক, বেলা সাড়ে ১২টায় লাইফ অব আস শ্রীল প্রভুপাদ ও গৌর ধন জন ডকুমেন্টারী প্রদর্শনী, দুপুর ১টায় অফারিং লেটার পাঠ, দুপুর ২টায় অনুকল্প মহাপ্রসাদ বিতরণ ,বেলা ৩টায় অফারিং লেটার পাঠ, বিকেল ৫টায় কীর্তন মেলা, সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীশ্রী গৌর সুন্দরের আরতি, রাত ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীল গুরুমহারাজের মহিমা কীর্তন, রাত ১০টায় শ্রীল গুরুমহারাজের উদ্দেশ্যে কোটি নাম জপযজ্ঞ নিবেদন।

৮ এপ্রিল শনিবার সকাল ১০টায় অগ্নিহোত্র, বেলা সাড়ে ১২টায় মহাভোগ আরতি, দুপুর ১টায় অফারিং লেটার পাঠ, দুপুর ১টা ৪৫ মিনিটে শ্রীল গুরুমহারাজের ৬৮ কেজি ওজনের কেক নিবেদন, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ।

ব্যাস পূজা মহোৎসবে সর্বস্তরের গৌর ভক্তবৃন্দকে স্বতঃস্ফুর্তভাবে উপস্থিত থাকার জন্য আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫০ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30