শিরোনামঃ-

» দোয়া দুরুদ পড়ে চেয়ারে বসেন রাসিক মেয়র বুলবুল

প্রকাশিত: ০৫. এপ্রিল. ২০১৭ | বুধবার

ডেস্ক সংবাদঃ মোসাদ্দেক হোসেন বুলবুল নির্বিঘ্নে রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের চেয়ারে বসেছেন।

বুধবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নগর ভবনে যান বুলবুল। কোনো ধরনের বাধাবিপত্তি ছাড়া মেয়রের কক্ষে প্রবেশ করেন তিনি। মেয়রের চেয়ারে বসার আগে দোয়া পড়েন। মোনাজাত করেন। পরে মেয়রের কক্ষে আসা সাংবাদিকদের সঙ্গে আলাপ শুরু করেন বুলবুল।

উচ্চ আদালতের আদেশে প্রায় ২ বছর পর গত রোববার মেয়রের দায়িত্ব নিতে নগর ভবনে গিয়ে প্রথমে বাধার মুখে পড়েন বুলবুল। অনেক ঘাম ঝরিয়ে বিকেলে দায়িত্বও নিয়েছিলেন। তবে মেয়রের চেয়ারে আট মিনিট বসার মাথায় তাঁকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার হাইকোর্টে রিট করেন বুলবুল। একই দিন এই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুলবুলকে সবশেষ সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলও দিয়েছেন। রুলে বুলবুলকে সাময়িক বরখাস্তের আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

হাইকোর্টের এই স্থগিতাদেশের ফলে বুলবুলের মেয়রের দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই বলে গতকালই জানিয়েছিলেন তাঁর আইনজীবী। আজ বুধবার নগর ভবনে গিয়ে মেয়রের চেয়ারে বসলেন বুলবুল।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২২ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30