শিরোনামঃ-

» শেখ হাসিনা-সুষমা স্বরাজ এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

প্রকাশিত: ০৭. এপ্রিল. ২০১৭ | শুক্রবার

ডেস্ক সংবাদঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি গেছেন। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পালাম বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান।

এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এই খবর জানিয়েছে।

শুক্রবার বিকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুসারে এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

সন্ধ্যায় দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দেয়ার কথা রয়েছে। সংবর্ধনায় কূটনীতিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে হাইকমিশন সূত্রে জানা গেছে।

এর আগে দুপুর ১টার দিকে দিল্লিতে ভারতীয় বিমানবাহিনীর পালাম স্টেশনে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রটোকল ভেঙে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান।

পালাম স্টেশন থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর কিছুক্ষণ পর টুইটার বার্তায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি আমাদের ২ জাতির সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।’ অপর একট টুইট বার্তায় মোদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রাষ্ট্রীয় সফরে অভ্যর্থনা জানাতে পেরে অত্যন্ত আনন্দিত।

প্রধানমন্ত্রীর এ সফরের মধ্যদিয়ে ২ প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।

দু’দেশের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন এ সফর ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সম্প্রসারিত এবং দু’দেশের নেতৃত্বের মধ্যে আস্থা ও বন্ধন আরো শক্তিশালী হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30