শিরোনামঃ-

» পিডিবি থেকে পল্লী বিদ্যুতে স্থানান্তরের সিদ্ধান্ত; প্রতিবাদে তেমুখীতে বিশাল মানববন্ধন

প্রকাশিত: ১২. এপ্রিল. ২০১৭ | বুধবার

বিশেষ রিপোর্টঃ সিলেট মহানগরীর অতিনিকটবর্তী সিলেট সদর উপজেলার পিডিবি এর আওতাধীন টুকের বাজার ফিডারের অন্তর্ভূক্ত টুকের বাজার, কান্দিগাঁও, মোগলগাঁও, লামাকাজী ও খাদিমনগর ইউনিয়নের একাংশ এলাকা পিডিবি থেকে পল্লী বিদ্যুতে স্থানান্তরের প্রতিবাদে গঠিত টুকের বাজার ফিডার ও পিডিবি বিদ্যুৎ গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটি সিলেট এর ডাকে বুধবার (১২ এপ্রিল) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সিলেট সুনামগঞ্জ সড়কের তেমুখী পয়েন্ট থেকে লামাকাজী পশ্চিম পার পর্যন্ত বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে।

কর্মসূচী চলাকালে তেমুখী-টুকের বাজার-ঘোপাল-জাঙ্গাইল-বলাউরা, যোগীরগাঁও, হাউসা-চানপুর-লামাকাজী পূর্বপার, লামাকাজী পশ্চিমপার পর্যন্ত বিভিন্ন পয়েন্টে হাজার হাজার ছাত্র-জনতা এই কর্মসূচীতে মিলিত হয়ে বিক্ষোভ করেন।

কর্মসূচী চলাকালে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্যে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেন- সিলেট নগরীর নিকটবর্তী টুকেরবাজার ফিডারের আওতাভূক্ত এলাকাতে পিডিবি থেকে পল্লী বিদ্যুতে স্থানান্তরের প্রক্রিয়াকে গভীর ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন- আগামী ১৫ দিনের মধ্যে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

অন্যথায় জনগনের যৌক্তিক এ দাবী   বাস্তবায়নের জন্য আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচী দেওয়া হবে। সভায় তিনি বিদ্যুৎ গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটির পক্ষে ৩ দফা দাবী ঘোষণা করেন।

(১) টুকের বাজার ফিডারকে কোনভাবেই পল্লী বিদ্যুতে হস্তান্তর করা চলবে না। এ নিয়ে গৃহীত সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
(২) মেট্টোপলিটন এলাকাধীন পল্লী বিদ্যুৎ এলাকাধীন বিদ্যুৎ সরবরাহ অবিলম্বে পিডিবির কাছে হস্তান্তর করতে হবে।
(৩) টুকের বাজার ফিডার সহ সমগ্র সিলেটে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে হবে, বিদ্যুৎ বিভাগের সকল দূর্নীতি বন্ধ করে গ্রাহক হয়রানী রোধে কার্যকর প্রদক্ষেপ নিতে হবে।

পিডিবি বিদ্যুৎ গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটি অন্যতম সদস্য বাসসের ব্যুরো চীফ সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ ও এম উস্তার আলী এর যৌথ পরিচালনায় পথসভাগুলোতে বক্তব্য রাখেন- বিদ্যুৎ স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব এডভোকেট নূরে আলম সিরাজী, দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ সামছুল ইসলাম, কমিটির যুগ্ম-আহবায়ক আমির উদ্দিন আহমদ, মোগলগাঁও ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব মো. হিরণ মিয়া, অধ্যক্ষ মাওলানা জালাল উদ্দিন আল কাদ্রী, মাওলানা মইনুল ইসলাম, জুনেদ আহমদ খোরাসানী, মোজাহিদ আলী, কুতুব উদ্দিন, আমির আহমদ মোস্তফা,  আলী হোসেন, মোয়াজ্জিন হোসেন, আশরাফ সিদ্দীকি, শহিদ মো. আকিব অপু, কুতুব উদ্দিন, আলমগীর হোসেন,  উবায়দুল কাদের  প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেন ফতেহপুর কামিল মাদ্রাসা, পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ, রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজ, সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ, হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) মাদ্রাসা, রশিদিয়া দাখিল মাদ্রাসা, মইয়ারচর মাদ্রাসায়ে তৈয়্যবিয়া তাহিরিয়া হেলিমিয়া সুন্নিয়া মাদ্রাসা, শাহ্ খুররুম ডিগ্রী কলেজের ছাত্র/ছাত্রী সহ কৃষক, শ্রমিক সর্বস্তরের জনতা স্বতঃস্ফুর্তভাবে এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচীকালে বিভিন্নস্থানে নেতৃত্ব দেন লামাকাজী এলাকার এনামুল হক, রইছ আলী, ফয়সল আহমদ, লামাকাজি পূর্বপাড়, ইউ/পি সদস্য মোক্তার আলী, আশিক মিয়া, শফিকুর রহমান সায়েম, ফজলু মিয়া, তাজিদুল ইসলাম, জয়নাল, মুজিবুর রহমান, মো: ফজলু, মঈন উদ্দিন, বিশিষ্ট মুরব্বি আব্দুর রহিম, হাজী মঈন মিয়া, মনু মিয়া, আব্দুল আলী, জালাল আহমদ, আনছার আহমদ, কালা মিয়া, পশ্চিম সদর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান, হাফিজুর রহমান বাবলু, আঙ্গুর আলম মর্তুজা, আফজল হোসেন, আফজাল হোসেন নাহিদ, শাহাব উদ্দিন, আবু সুফিয়ান, বলাউরা এলাকা, ছালিম উল্ল্যাহ, হাফিজুর রহমান, আমিনুর রহমান, আমির সাগর, মাস্টার আলী হোসেন, ঘোপাল এলাকার কান্দিগাঁও ইউ/পির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, এডভোকেট ফয়সল আহমদ, রাসেল আহমদ উস্তার, আনা মিয়া, বাবুল মিয়া, হারিছ মিয়া, সালা উদ্দিন রুকন, বাবলু মিয়া, হারিছ মিয়া, টুকের বাজার এলাকায় মনফর আলী, তেমুখী এলাকায় নজির হোসেন, নিজাম উদ্দিন, শাহাব উদ্দিন, মিফতাহুল হোসেন লিমন, শ্রমিক নেতা ফরিদ আহমদ, আনসার আহমদ, শাহজাহান কবির, আব্দুর রহিম, সেলিম আহমদ, রুহেল আহমদ, আব্দুল হক, শামীম আহমদ, শ্রমিক নেতা সোাহগ মিয়া, নজরুল ইসলাম, নূর আহমদ জাহেদ,  সৌরভ দাস, রঞ্জিত,  সাহেদ, সিরাজ, আফতাব, কুরবান আলী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৪ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30