শিরোনামঃ-

» অনন্ত বিজয় দাশের বাবার মৃত্যু

প্রকাশিত: ২২. এপ্রিল. ২০১৭ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ উগ্রবাদীদের হাতে খুন হওয়া বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশের বাবা রবীন্দ্র কুমার দাশ (৭৩) মারা গেছেন।

শুক্রবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শনিবার ভোরে নগরীর চালিবন্দরস্থ মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

প্রয়াতের মেয়ের জামাই, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সমর বিজয় শী শেখর জানান, পেশায় ব্যবসায়ী রবীন্দ্র দাশ দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে ভূগছিলেন। ২০১৪ সালে ছেলে খুন হওয়ার পর থেকে একেবারে শয্যাশায়ী হয়ে পড়েন।

তিনি জানান, বাসায়ই চিকিৎসাধীন থাকা রবীন্দ্র দাশের শারিরীক অবস্থার শুক্রবার রাতে হঠাৎ অবনতি হয়। সাথেসাথে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নেওয়া ওসমানী হাসপাতালে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই মৃত্যুবরণ করেন রবীন্দ্র কুমার দাশ। হাসপাতাল থেকে মরদেহ নগরীর সুবিদবাজারে নিজ বাসায় নিয়ে যাওয়া হয়। এরপর ভোরের দিকে চালিবন্দর শশ্মানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়।

সময় বিজয় শী জানান, অনন্ত’র মা পিযুষ রানী দাশও দীর্ঘদিন ধরে অসুস্থ। ছেলের মৃত্যুর পর থেকে তিনিও শয্যাশায়ী অবস্থায় আছেন।

দুই ছেলে ও দুই মেয়ের জনক রবীন্দ্র কুমার দাশের ছোট ছেলে ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশকে ২০১৪ সালের ১২ মে নিজ বাসার সামনে ধর্মীয় উগ্রবাদীরা কুপিয়ে হত্যা করে। পেশায় ব্যাংক কর্মকর্তা অনন্ত হত্যা মামলা সিলেট আদালতে এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930