শিরোনামঃ-

» হাওরাঞ্চলের জন্য রাস্তায় কাকতাড়ুয়া

প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০১৭ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ হাওরাঞ্চলের জন্য রাস্তায় নেমেছে কাকতাড়ুয়া। বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের বন্যার্ত মানুষদের সাহায্যার্থে সিলেটের সর্বস্তরের মানুষদের কাছ থেকে অর্থ সংগ্রহের লক্ষে বুধবার বিকালে রাস্তায় নামে কাকতাড়ুয়া।

বুধবার (২৬ এপ্রিল) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য চলে এই অর্থ সংগ্রহ। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ক্বীন ব্রিজ পর্যন্ত বিভিন্ন রকম প্লে-কার্ড ও বন্যার্তদের সাহায্যার্থে দানবাক্স হাতে নিয়ে হাওরাঞ্চলের বিভিন্ন গান গেয়ে রাস্তায় হেটে হেটে এই অর্থ সংগ্রহ করে কাকতাড়ুয়ার একঝাক তরুন-তরুনীরা।
কাকতাড়ুয়ার সদস্যদের সাথে কথা বলে জানা যায়, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে বুধবার শুরু হওয়া এই অর্থ সংগ্রহ চলবে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত। তারপর সেই সংগৃহীত অর্থ কাকতাড়ুয়ার সদস্যরা নিজেরা হাওরাঞ্চলের বন্যার্ত মানুষদের হাতে তুলে দিয়ে আসবে।
উল্লেখ্য, সিলেটের একদল সৃষ্টিশীল তরুণ-তরুণীদের নিয়ে গঠিত স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন কাকতাড়ুয়া। ১৪২০ বঙ্গাব্দের পহেলা আষাঢ় সিলেটের একদল সৃষ্টিশীল তরুণ-তরুণী মিলে তৈরি করা হয় কাকতাড়ুয়া নামে ব্যতিক্রমধর্মী এই সংগঠন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৯ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30