শিরোনামঃ-

» জেলা শ্রমিক মজলিস আয়োজিত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ০১. মে. ২০১৭ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুনতাসির আলী বলেছেন, ‘শ্রমজীবিদের নিয়ে রাজনীতি করলেও তাদের ভাগ্যের পরিবর্তন নিয়ে কেউ কোনদিন কথা বলেননি। অথচ শ্রমিকরা ক্ষমতার সিঁড়ি হিসেবে বরাবরই ব্যবহৃত হয়েছে। পুঁজিবাদ ও সমাজবাদ শ্রমজীবিদের আবেগ-অনুভূতি ব্যবহার করে বারবার ক্ষমতাসীন হলেও তাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি।

বরং এদের মাধ্যমে শ্রমিকরা বেশী নিগৃহিত হচ্ছে। অথচ ইসলাম শ্রমিকদের যে অধিকার ও মর্যাদা দিয়েছে তা যদি তাদের সামনে তোলে ধরা হতো তাহলে আজ শ্রমিকরা এত নিগৃহিত হতো না। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামপন্থী ব্যক্তি, সংগঠন ও আন্দোলনকে সোচ্চার হতে হবে।’

রোববার (৩০ এপ্রিল) দক্ষিণ সুরমা শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে জেলা শ্রমিক মজলিস আয়োজিত শ্রমিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রমিক মজলিসের সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউল ইসলাম মতিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব নুর হোসাইন, খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহ-সম্পাদক শাহ মিজানুল হক, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সম্পাদক মাওলানা মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওদুদ।

বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা জোন পরিচালক সমাজসেবী এমদাদুল হক চৌধুরী, মাওলানা ছালেহ আহমদ. দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মাওলানা লুৎফুর রহমান চৌধুরী, বিশ্বনাথ থানা সভাপতি মাওলানা আব্দুল মতিন, শ্রমিক মজলিস জেলা সহ সভাপতি আমিনুল ইসলাম আমিন, জেলা শ্রমিক মজলিস নেতা শাহেদ আহমদ, কে এম রফিকুজ্জামান, মাওলানা আব্দুর রহিম, এহসান আহমদ হেলাল আহমদ, আব্দুশ শহিদ, মসুক উদ্দিন , সালেহ আহমদ রাজু, হাসিম উদ্দিন, ইউপি মেম্বার সৈয়দ মুমিনুর রহমান সুমিত প্রমুখ।

এদিকে, শ্রমিক সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে শ্রমিক মজলিসের বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৮ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30