শিরোনামঃ-

» ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে ৮ কোটি টাকা ও ৫০ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের মামলা দায়ের

প্রকাশিত: ০৩. মে. ২০১৭ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ ব্যাংক এশিয়া উপশহর শাখা সিলেট ও প্রধান কার্যালয়ের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় ৮ কোটি টাকা ও ৫০ কোটি টাকা সম্পত্তি জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে মঙ্গলবার (২ মে) মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ আদালতে দুটি পৃথক মামলা দায়ের করা হয়।

মহানগর দায়রা জজ আদালতের বিচারক ও সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মামলা দু’টি আমলে নিয়েছেন। যুক্তরাজ্য প্রবাসী সিলেট নগরীর দর্জিবন মহল্লার বর্তমান বাসিন্দা ব্যবসায়ী মনসুর আহমদ কামালী বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেছেন।

বাদীর আইনজীবী রফিক আহমদ জানান- ব্যাংক এশিয়া কর্তৃপক্ষকে ঋণ পরিশোধের নিমিত্তে বিগত ২০১৩ সালের ৫ জুন ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তির মাধ্যমে বাদী ৭ কোটি ৯৩ লক্ষ ৭৮ হাজার ৭৯ টাকা চেকের মাধ্যমে প্রদান করেন। কিন্তু আসামীগণ পরস্পর যোগসাজসে তা আত্মসাৎ করিয়াছেন।

তাছাড়া বাদীর টিলাগড়স্থ ১২ তলা টাওয়ারে ও দর্জিবন্দের ৫ তলা আবাসিক ভবনের জমি আত্মসাতের জন্য সিলেট সদর সাবরেজিষ্টার অফিসে ১২১৪৬/১০ইং ও ১২১৪৭/১০ ইং নং দলিলগুলি আসামীগণ পরস্পর যোগসাজসে জালিয়াতির মাধ্যমে সৃষ্টি করিয়াছেন এবং বাদীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী মওদুদ আহমদ কামালীকে ঋণের ভূয়া গ্রান্টার সাজিয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছেন।

উক্ত মামলাগুলোতে ব্যাংক এশিয়ার সাবেক ম্যানেজার মনির হোসেন চৌধুরী, কর্মকর্তা সুহেল রানা, কর্মকর্তা হুসবান আহমদ চৌধুরী, কর্মকর্তা আবুল হাসনাত, কর্মকর্তা দেওয়ান আদনান আহমদ চৌধুরী, কর্মকর্তা এটিএম আনোয়ার শিকদার ও বর্তমান ম্যানেজার এবং প্রধান কার্যালয়ের প্রাক্তন এমডি, হেড অব রিকভারী নাসিরুল হোসেন, এক্সিকিউটিভ অফিসার মো. একরামূলকে ইসলামকে আসামী করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৮ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30