শিরোনামঃ-

» বালু পরিবহনে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০৩. মে. ২০১৭ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ বাঁশকল নামক অবৈধ চাঁদা উত্তোলন ও বিভিন্ন স্থানে অবৈধ টোল আদায় বন্ধের দাবিতে ডাকা সিলেট তামাবিল মহাসড়কে অনির্দিষ্টকালের সকল প্রকার বালু পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

মেয়াদোক্তীর্ণ ইজারাদারদের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন ও বাঁশকল বসিয়ে পরিবহণ শ্রমকিদের কাছ থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে গত ১৯ এপ্রিল বুধবার সন্ধ্যা ৬টা থেকে এ ধর্মঘটের ডাক দেন শ্রমিক নেতৃবৃন্দ।

গতকাল বুধবার (৩ মে) বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলা উপকমিটি কার্যালয়ে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং-২১৫৯ এর অন্তর্ভৃক্ত জৈন্তাপুর উপজেলা উপকমিটির আলোচনা সভায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।

বক্তারা বলেন, শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে কোনো ধরণের অনিয়ম বিশৃঙ্খলা দেখা দিতে পারে না। শ্রমিকদের স্বার্থ রক্ষার আন্দোলনে সকলকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

জৈন্তাপুর উপজেলা উপকমিটির সভাপতি মো. নুরুল হক নুর মিয়ার সভাপতিত্বে ও মো. আব্দুস সামাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং-২১৫৯ এর উপদেষ্টা মো. হাজি লোকমান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুগ্ন-সম্পাদক মো. আরিফ হোসেন হিরা, সাংগঠনিক সম্পাদক শ্রী নিখিল চন্দ্র দাস, দপ্তর সম্পাদক মো. বাবুল হোসেন, জৈন্তাপুর উপজেলা উপকমিটির, সম্পাদক মো. ইদন মিয়া, সহসম্পাদক মো. ওলিউর রহমান সুলতান, সাংগঠনিক মো. সাইফুল ইসলাম, কোষ্যধক্ষ্য মো. সেলিম আহমদ, সদস্য মো. কাদির, মো. আরব আলী, মো. আব্দুস শাহিন, ১৭ পরগনার সভাপতি আবুল চৌধুরী, রহমত আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ, শ্রমকি নেতা মনিরুল ইসলাম, সমসু মিয়া, আসিক মিয়া। এছাড়াও ১৭ পরগনার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শ্রমিক নেতৃকৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৩ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30