শিরোনামঃ-

» সিলেট সাব-রেজিষ্ট্রি অফিসের বালাম পুড়ানো মামলা; সহকারী রেকর্ডকিপার গ্রেফতার

প্রকাশিত: ০৯. মে. ২০১৭ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ সিলেট সদর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিলের বালামবহি পোড়ানো মামলায় আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত প্রণয় কান্তি ঘোষ সিলেট সদর সাব-রেজিষ্ট্রি অফিসের সহকারী রেকর্ডকিপার।

মঙ্গলবার (৯ মে)  বিকেলে সিলেট রেজিষ্টারী মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর সাব-রেজিষ্ট্রি অফিসের দুই কর্মকর্তা গ্রেফতার হয়েছেন।

গত ২৫ এপ্রিল দিবাগত রাতে সিলেট সদর সাবরেজিষ্ট্রি অফিস সংলগ্ন নজির ভেন্ডারে অগ্নিকান্ড ঘটে।এতে সাবরেজিষ্ট্রি অফিসের দলিলের একটি বালামবহিও ভষ্মীভুত হয়। এঘটনায় সিলেট সদর সাব-রেজিষ্ট্রি অফিসের সাব-রেজিষ্ট্রার মো. আবু বকর সিদ্দীক বাদী হয়ে ২৬এপ্রিল সিলেট কোতোয়ালি মডেল থানার একটি মামলা (নং-৩০(৪)১৭) করেন। মামলায় সিলেট সাবরেজিষ্টি অফিস সংলগ্ন নজির স্ট্যাম্প ভেন্ডারের স্বত্বাধিকারী নজির আহমদ খান, ম্যানেজার নিজাম আহমেদ মান্না, সিলেট সদর সাব-রেজিষ্ট্রি অফিসের মহাফেজ খানার রেকর্ডকিপার রীনা রাণী রায় ও সহকারী রেকর্ড কিপার প্রণয় কান্তি ঘোষসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করা হয়। মামলার এজারভুক্ত আসামী সহকারী রেকর্ডকিপার প্রণয় কান্তি ঘোষ ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

এর আগে গত ৭মে মামলার এজাহার নামীয় আসামী সিলেট সদর সাব-রেজিষ্ট্রি অফিসের মহাফেজ খানার রেকর্ডকিপার রীনা রাণী রায়কে জেল হাজতে পাঠানো হয়। মামলার এজাহারনামীয় অন্য আসামীরা এখনো পলাতক রয়েছেন।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৪ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30