শিরোনামঃ-

» কোম্পানীগঞ্জে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি ইমরান আহমদ

প্রকাশিত: ১৪. মে. ২০১৭ | রবিবার

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ সংসদীয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়ানঘাট ও জৈন্তাপুর) সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন- দেশের মান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ জাতির স্বপ্নপূরনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের আশা আকাংঙ্খার প্রতীক বাংলাদেশ আওয়ামীলীগের সর্বস্থরের নেতা কর্মীরা জনগণের পাশে দাড়িয়ে কাজ করছে। বর্তমান তথ্য প্রযুক্তি যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাঠে পর্যায়ে নেতা কর্মীরা কাজ করছে। সরকার জনগণের পাশে আছে পাশে থাকবে ইনশাল্লাহ।

তিনি রোববার (১৪ মে) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন।

এমপি ইমরান আহমদ সকালে ৪৩৯ কোটি টাকা ব্যায়ে সিলেট-বিমানবন্দর-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়কের উন্নয়ন নির্মানের কাজ পরিদর্শন, খাগাইল-দলইগাঁও’য় সদ্য প্রতিষ্ঠিত ইমরান আহমদ কারিগরি কলেজের নতুন ভবনের নির্মান কাজ পরিদর্শন, ঢুলাখাল গ্রামের রাস্তার কাজের উদ্বোধন, পাড়ুয়া মাজপাড়ার মসজিদের রোডে একটি ব্রিজের নির্মান কাজের উদ্বোধন করেন ও পাড়ুয়া আনোয়ার উচ্চ বিদ্যালয় ও কলেজের খেলার মাঠ এবং ২ কোটি টাকা ব্যায়ে নির্মিত বহুতল ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। তিনি বিকেলে উপজেলা ছাত্রলীগের সাথে মতবিনিময় করার কথা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাছির, সিলেট জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তামান্না আক্তার হেনা, গোয়ানঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, পাড়ুয়া আনোয়ার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল মালিক, ১নং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন, ২ নং পূর্ব ইসলাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া, ৩নং তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল হক, ৬নং দক্ষিণ রণিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রুকন, ১নং পশ্চিম ইসলামপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি শামীম আহমদ, সিনিয়র সহ-সভাপতি বিলাল হোসেন, সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, তেলিখাল ইউপি আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন, বিশিষ্ট মুরব্বী সোনা মিয়া মেম্বার, কটাই মেম্বার, উপজেলা শ্রমিক লীগ নেতা নুরুল ইসলাম, স্বেচ্ছা সেবক লীগ নেতা সাইফুল ইসলাম, তাজ উদ্দিন, রঞ্জিত, ইকবাল, রুবেল, মুসলিম, হেলাল, যুবলীগ নেতা জুয়েল আহমদ, এখলাছ আলী, জামাল উদ্দিন, জামান, কোম্পানীগঞ্জ ডেভোলাপমেন্ট সোসাইটির সদস্য সচিব এম সুহেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমীর দেওয়ান, পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম, আনোয়ার দেওয়ান, ইমরান হেলাল, সাইস্থা মিয়া প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৯ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30