শিরোনামঃ-

» আপন জুয়েলার্স ও রেইনট্রি’র মালিককে শুল্ক গোয়েন্দাদের তলব

প্রকাশিত: ১৫. মে. ২০১৭ | সোমবার

ডেস্ক সংবাদঃ স্বর্ণ, ডায়মন্ড আটকের ঘটনায় আপন জুয়েলার্স ও অবৈধ মদ রাখার দায়ে হোটেল ‘দ্য রেইন ট্রি’র মালিকদের শুল্ক গোয়েন্দারা তলব করেছে।

আগামি বুধবার (১৭ মে) বেলা ১১টায় তাদের শুল্ক গোয়েন্দার কাকরাইলস্থ সদরদপ্তরে কাগজপত্র সহ হাজির হতে বলা হয়েছে।

রোববার (১৪ মে) শুল্ক গোয়েন্দা দল আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কোয়ার শাখায় অভিযান চালিয়ে ২৮৬ কেজি স্বর্ণ ও ৬১ গ্রাম ডায়মন্ড ব্যাখ্যাহীনভাবে মজুদ রাখার দায়ে জব্দ করে। এগুলো আইন অনুসারে সিলগালা করে দেয়া হয়।

গুলশানের সুবাস্তু টাওয়ারে অন্য আরেকটি শাখা বন্ধ পাওয়ায় সবার উপস্থিতিতে ইনভেন্টরি করার নিমিত্ত সিলগালা করা হয়েছে।

একই সময় ‘দ্য হোটেল রেইন ট্রি’ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি)কে মদ রাখার দায়ে সমন দেয়া হয়েছে। উক্ত তলবে সাময়িকভাবে আটক এই মূল্যবান সামগ্রী সরবরাহের বৈধতা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

অন্যদিকে, ‘দ্য রেইন ট্রি’ হোটেলে শুল্ক গোয়েন্দার দল ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এই মদ উদ্ধারের সময় হোটেল কর্তৃপক্ষ বারের লাইসেন্স দেখাতে পারেনি। অবৈধভাবে বিদেশি মদ রাখার দায়ে হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৯ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30