শিরোনামঃ-

» জৈন্তাপুর মডেল থানা হাজতে আসামীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ২০. মে. ২০১৭ | শনিবার

জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের হেফাজতে গ্রেফতার কৃত আসামীর রহস্য জনক মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় নানান সমালোচনা হচ্ছে। পুলিশ এ ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করলেও পরিবারের অভিযোগ তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাত ২টার দিকে পুলিশ নজরুল ইসলাম বাবুকে আটক করে এবং সাড়ে ৪ টার দিকে সে থানা হাজতে মৃত্যুবরণ করে।

নজরুল ইসলাম বাবুর আত্মীয় বলেন, সে যদি অপরাধী হয় তাহলে আদালতে তার বিচার হবে। কিন্তু থানা হেফাজতে রেখে নির্যাতন করে বিনা বিচারে তাকে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

পুলিশ জানায় – জৈন্তাপুর উপজেলার কহাইগড় গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আব্দুল জলিল এর ছেলে সাবেক জৈন্তাপুর উপজেলা এল.সি.বি.সি অফিসার নজরুল ইসলাম বাবু কে শহরতলীর বটেশ্বর এলাকা থেকে বৃহস্পতিবার (১৮ মে) ভোর ৩টার দিকে জৈন্তাপুর মডেল থানার এস আই সফিক ও  এ এস আই হুমায়ুনের নেতৃত্বে থাকে আটক করে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসা হয়। প্রতিদিনের ন্যায় থানা হাজতে গ্রেফতারকৃত আসামীদের রাখা হয়। এর কিছক্ষন পরই নজরুল ইসলাম বাবু আত্মহত্যা করেন। আত্মহত্যার বিষয়টি থানার সিসি ক্যামেরায় ধরা পড়েছে বলে পুলিশের দাবী।

এ বিষয়ে অফিসার ইনচার্জ সফিউল কবির মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন – যথা নিয়মে আসামীকে হাজতে রাখা হয়েছে। কিভাবে সে আত্মহত্যা করছে তা সিসি ক্যমেরায় ধারন করা আছে বলে জানান।

জানা যায় নজরুল ইসলাম বাবুর স্ত্রী ঘিলাতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন ফাতেমার সহিত বিগত ১৬ নভেম্বর ২০১৬ ইংরেজী তারিখে নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর হতে উভয়ের মধ্যে বিভিন্ন সময়ে কথা কাটাকাটি হয়ে আসছে একপর্যায় নাসরিন ফাতেমা পিত্রালয়ে চলে যান এবং নির্যাতনের অভিযোগ এনে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930