শিরোনামঃ-

» পরচুলার মধ্যে ১৩টি সোনার বার!

প্রকাশিত: ২৪. মে. ২০১৭ | বুধবার

ডেস্ক সংবাদঃ পরচুলার ভেতরে সোনা লুকিয়ে সোনা পাচারের সময় ধরা পড়েছেন এক ব্যক্তি। তার নাম আমিনুল ইসলাম। অভিনব কায়দায় আনা সোনাসহ ওই ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২৩ মে) রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩টি সোনার বারসহ আটক করা হয়।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির বলেন- আমিনুল মঙ্গলবার (২৩ মে) রাত সাড়ে ১০টার দিকে মালয়েশিয়া থেকে মালিন্দ এয়ারলাইনসের ফ্লাইটে করে ঢাকায় আসেন।

বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেনটিভ দলের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি সোনা বহনের কথা অস্বীকার করেন। দেহ তল্লাশি করেও কোনো সোনা পাওয়া যায়নি।

পরে আর্চওয়েতে নিয়ে গেলে তার সঙ্গে ধাতব বস্তু বহনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়। আরও তল্লাশিতে দেখা যায়- তিনি পরচুলা পরে আছেন। আর সেখানে করে অভিনব পন্থায় সোনা পাচার করছিলেন। উদ্ধার করা সোনার ওজন দেড় কেজি।

এ গুলোর মূল্য ৬৫ লাখ টাকা। আমিনুলকে আটকের পর থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৪ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30