শিরোনামঃ-

» প্রধানমন্ত্রীর ফ্লাইটে খাবার সরবরাহে চরম ‘গাফিলতি’

প্রকাশিত: ৩০. মে. ২০১৭ | মঙ্গলবার

এসবিএন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটে খাবার সরবরাহে আবারো চরম অবহেলা ও গাফিলতির অভিযোগ ওঠেছে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) বিরুদ্ধে।

সোমবার (২৯ মে) ঢাকা থেকে ভিয়েনাগামী প্রধানমন্ত্রীর ওই ফ্লাইটে সিকিউরিটি ট্যাগ ব্যতীত খাবার ওঠানোর পর এসএসএফ তা প্রত্যাখ্যান করে। নিরাপত্তা বিভাগের সিলগালা ব্যতীত ওই খাবার কীভাবে ফ্লাইটে পাঠানো হলো সেটা রহস্যজনক।

এ ঘটনা তদন্তে বিমানের ডিজিএম রেজাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। জানতে চাইলে বিমানের এমডি ক্যাপ্টেন এম মোসাদ্দিক আহমেদ বলেন, প্রকৃত ঘটনা তদন্ত না করে কিছুই বলা যাবে না। ওই ফ্লাইটে খাবার তালিকায় কি ছিল আর কি দেয়া হয়েছিল- সেটা খতিয়ে দেখা হচ্ছে। কার কতটুকু দায় সেটা তদন্তেই বেরিয়ে আসবে। এটা খুবই সেনসেটিভ।

বিমান সূত্র জানিয়েছে- সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের সফরে ভিয়েনা রওনা হন বিমানের বোয়িং ৭৭৭-এর একটি ফ্লাইটে। এতে শতাধিক অতিথি ছিলেন। ভিভিআইপি ফ্লাইটের খাবার ওঠানোর জন্য এসএসএফ-এর একটি টিমের উপস্থিতিতে রবিবার রাত তিনটায় বিএফসিসিতে প্রধানমন্ত্রীর জন্য পূর্ব নির্ধারিত মেন্যু অনুযায়ী খাবার ক্রমতালিকা অনুসারে পরীক্ষা-নিরীক্ষার পর একটি কক্ষে সিলগালা করা হয়।
সোমবার সকালে বিএফসিসির একটি কার্টে করে ওই খাবার পাঠানো হয় ফ্লাইটে। তখন এসএসএফ দেখতে পায়- সিকিউরিটি ট্যাগ ছাড়া দুই ফ্লাস্ক স্যুপ প্রধানমন্ত্রীর জন্য দেওয়া হয়েছে। এসএসএফ তাত্ক্ষণিক এতে বিস্ময় প্রকাশ করে স্যুপের ফ্লাস্ক দুটো ফেরত দেয়।
বিএফসিসি সূত্র জানিয়েছে- প্রধানমন্ত্রীর খাবার মেন্যুতে চিকেন ও ভেজিটেবল স্যুপ ছিল।
সেভাবে স্যুপ ভর্তি দু’টো ফ্লাস্ক সেখানে অন্যান্য খাবারের সঙ্গে নেওয়াও হয়েছিল। কিন্তু দায়িত্বে থাকা কর্মকর্তারা ফ্লাস্ক দু’টো তালিকা অনুসারে অন্যান্য খাবারের সঙ্গে কার্টে না রেখে বাইরে ফেলে রাখে। সকালে যখন খাবার ওঠানো হচ্ছিল, তখন ওই দু’টো ফ্লাস্কে সিকিউরিটি ট্যাগ না লাগিয়ে তাড়াহুড়ো করে দু’টো পলিথিনে ভরে সরাসরি পাঠিয়ে দেওয়া হয় ফ্লাইটে। এসএসএফ সিকিউরিটি ট্যাগ ছাড়া পলিথিনে এমন সাদামাটা অবস্থায় দু’টো ফ্লাস্ক দেখে বিস্মিত হয়। তখন হাতে থাকা খাবারের তালিকায় স্যুপের মেন্যু দেখতে পেলেও সিকিউরিটি ট্যাগ না থাকায় তা গ্রহণ করেনি। ফ্লাস্ক দু’টো ফ্লাইট থেকে ফেরত আনতে বাধ্য হয় বিএফসিসি।
বিমান সূত্র জানিয়েছে- বিএফসিসি অপারেশন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতির কারণে রবিবার রাতে ওই দুটো ফ্লাস্ক প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত রুমে না রেখে বাইরে ফেলে রাখে।
সোমবার সকালে বাইরে ফেলে রাখা অবস্থায় দু’টো ফ্লাস্ক তাড়াহুড়ো করে পলিথিনে ভরে মুখ বেঁধে পাঠানো হয় ফ্লাইটে। প্রসঙ্গত, এর আগে গত নভেম্বরে প্রধানমন্ত্রীকে বহনকারী বুদাপেস্টগামী বিমানের একটি ফ্লাইট আশগাবাদে জরুরি অবতরণ করে। দেশ-বিদেশে তোলপাড় করা ওই ঘটনার রেশ না কাটতেই এবার ঘটেছে প্রধানমন্ত্রীর খাবার নিয়ে গাফিলতির ঘটনা।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930