শিরোনামঃ-

» বাজেট অধিবেশন ১৩ জুলাই পর্যন্ত চলবে

প্রকাশিত: ৩০. মে. ২০১৭ | মঙ্গলবার

এসবিএন ডেস্কঃ জাতীয় সংসদের বাজেট (ষষ্ঠদশ) অধিবেশন আগামী ১৩ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
সভায় এই অধিবেশন ঈদুল ফিতর উপলক্ষে ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত মুলতবি রাখার সিদ্ধান্ত নেয়া হয়। রমজান মাসে প্রতিদিন সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে প্রয়োজনে স্পিকার এ সময়সীমা বাড়াতে বা কমাতে পারবেন।
এছাড়া সভায় বাজেট বক্তৃতার ওপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়। ১ জুন দুপুর দেড়টায় অর্থমন্ত্রী সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন।
কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ. স. ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক সভায় অংশগ্রহণ করেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ আমন্ত্রণে সভায় অংশ নেন।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৭ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30