শিরোনামঃ-

» সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকীতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৩১. মে. ২০১৭ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের রূপকার, স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাংলার রাখাল রাজা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩০ মে) বাদ আসর শিবগঞ্জ সৈয়দ হাতিম আলী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এছাড়াও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

মাহফিলে সাবেক এমপি, সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলী সহ গুমকৃত সকল নেতৃবৃন্দকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়া ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান-এর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান চৌধুরী দুলু, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নাজিম উদ্দিন লস্কর, মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক ও কাউন্সিলর দিনার খান হাসু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, বিএনপি নেতা খয়রুল হোসেন খসরু, মহানগর বিএনপির সহ-প্রচার সম্পাদক, কাউন্সিলর আবদুর রকিব তুহিন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিফতাউল কবির মিফতা, মহানগর ছাত্রদলের সহ সভাপতি রুজেল আহমদ চৌধুরী, ২০নং ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন কয়ছর, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সালমান চৌধুরী শাম্মী, ২০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আবদুল খালিক মিল্টন, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বদরুল আজাদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইফতেখার হোসেন সোহেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম আক্তার, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব দেলওয়ার হোসেইন, সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন, এইউ মিজান, সেলিম আহমদ সাগর, শিহাব আহমদ, তানভির আহমদ খান, মনির হোসেন, আবুল হোসেন, রিয়াদ আহমদ, রেজা, আবদুর রহিম রাহি, আলী হোসেন, শাওন আহমদ, সৌরভ আহমদ, কামিম আহমদ, জহিরুল ইসলাম, জাহিদ আহমদ, আবদুশ শহীদ, স্বপ্নীল আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪০ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30