শিরোনামঃ-

» গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার না হলে গণ-আন্দোলন : সিপিবি-বাসদ

প্রকাশিত: ৩১. মে. ২০১৭ | বুধবার

এসবিএন ডেস্কঃ বৃহস্পতিবার (১ জুন) থেকে কার্যকর হতে যাওয়া গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি করেছে সিপিবি-বাসদ। অন্যথায় এ সিদ্ধান্তের প্রতিবাদে বৃহত্তর কর্মসূচি পালনের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করতে গণআন্দোলন গড়ে তোলা হবে।

বুধবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে সিপিবি-বাসদ নেতৃবৃন্দ এ দাবি করেন।

গ্যাসের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার এবং আবাসিক এলাকায় স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিতে সিপিবি-বাসদ ঢাকা মহানগরের উদ্যোগে বুধবার (৩১ মে) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন- গত ফেব্রুয়ারি মাসে BERC হঠাৎ করে জনগণের উপর দু’দফায় গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের বোঝা চাপিয়ে দেয়, কোনো যৌক্তিক কারণ ছাড়া গণশুনানির মতামতের তোয়াক্কা না করে তারা এ সিদ্ধান্ত নেন। তখনই জনগণ এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ২৮ ফেব্রুয়ারি ঢাকায় অর্ধদিবস হরতাল পালন করে।

তারা বলেন- রমজান মাস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস তার উপর একদিন আগে BERC সিদ্ধান্তের পক্ষে হাইকোর্টের মতামত নিয়ে জনগণকে এরা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন করেছে।

বক্তারা আরো বলেন- সরকারের নির্দেশে BERC অযৌক্তিকভাবে এ দাম বৃদ্ধি করেছে। সরকার গ্যাস খাত থেকে ভ্যাট, লভ্যাংশ ও আগাম কর্পোরেট ট্যাক্স হিসেবে ৬০% অর্থ নিয়ে তা কমিয়ে দিলে BERC বাধ্য হবে গ্যাসের দাম কমাতে। বর্তমান সময়ে ৯২ ঘনমিটার গ্যাস সরবরাহের হিসাব ধরে দুই চুলার দাম নির্ধারণ করা হয়েছে কিন্তু বাস্তবে ঢাকা শহরের ৮০% মানুষ ৪৫ ঘনমিটার গ্যাসও দুই চুলায় পায় না।

তারা বলেন- ঢাকায় গ্যাসের ব্যবহার এখন করুন দশা চলছে। ঢাকা শহরের অধিকাংশ সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। তার উপর আবার গ্যাসের মূল্যবৃদ্ধি কার্যকর করে সরকারের জনগণকে শোষণেরই একটি উদাহরণ। ব্যবসায়ীদের স্বার্থে সিলিন্ডার গ্যাস বিক্রি বাড়ানোর জন্য পাইপ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করার উদ্যোগ নিচ্ছে সরকার। তার অংশ হিসেবে দফায় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধি করছে।

সিপিবি ঢাকা কমিটির সভাপতি কমরেড মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাসদ নেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল।

সমাবেশ পরিচালনা করেন- বাসদ নেতা জুলফিকার আলী।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৫ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30