শিরোনামঃ-

» ২০১৭-২০১৮ সালের জন্য ঘোষিত বাজেট বাস্তবমুখী, সময়োপযোগী ও ব্যবসা-বাণিজ্য বান্ধব বাজেট

প্রকাশিত: ০৩. জুন. ২০১৭ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য “উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের” শিরোনামে একটি বাস্তবমুখী, সময়োপযোগী এবং ব্যবসা-বাণিজ্য বান্ধব বাজেট মহান জাতীয় সংসদে পেশ করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এমপি-কে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

ব্যক্তিগতভাবে এটি তার ১১তম বাজেট যা সিলেটবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। সেই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সহ সরকারের মন্ত্রীবর্গ ও সংশ্লিষ্ট সকলকে সিলেট চেম্বারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ঘোষিত ৪ লক্ষ ২৬৬ কোটি টাকার বাজেট সরকারের উন্নয়নমুখী চিন্তাধারার প্রতিফলন ঘটায়। শিক্ষা খাত যেকোন দেশের সামগ্রিক উন্নয়নের মূল চাবিকাঠি। তাই শিক্ষা ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ ৬৫ হাজার ৪৫০ কোটি টাকা বরাদ্দ দেশের মানবসম্পদ ও প্রযুক্তি খাতের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সিলেটবাসীর জন্য নব অধ্যায়ের সূচনা করবে বলে আমরা মনে করি। পাশাপাশি পরিবহন ও যোগাযোগ, জ্বালানী ও বিদ্যুৎ এবং কৃষি খাতে বরাদ্দ ও সরকারী ভর্তুকি বৃদ্ধির ফলে ব্যবসা-বাণিজ্য, শিল্প ও উৎপাদনমুখী খাতের বিকাশ ঘটবে। বাজেটে বার্ষিক ৩৬ লক্ষ টাকা পর্যন্ত টার্নওভারের ক্ষেত্রে ভ্যাট মওকুফ করায় ব্যবসায়ী ও করদাতাদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা বৃদ্ধি পাবে বলে আমাদের বিশ্বাস।

দেশীয় শিল্পকে সুরক্ষার নিমিত্তে কিছু কিছু আমদানীপণ্যের উপর সম্পুরক শুল্ক আরোপ করা সরকারের দূরদর্শীতা প্রমান করে। এতে দেশীয় শিল্পের বিকাশ ও দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। তাছাড়া কম্পিউটার যন্ত্রাংশ, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য হ্রাসের বিষয়টি জনজীবনের জন্য অত্যন্ত ইতিবাচক।

ঘোষিত বাজেটে পল্লী ও হাওড় অঞ্চলের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা খাতে মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা ইত্যাদি খাতে বরাদ্দ বৃদ্ধি করায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সমূহের উন্নয়নের পাশাপাশি জীবনযাত্রার মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

সর্বোপরী ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ঘোষিত বাজেট একটি উন্নয়নমুখী, সময়োপযোগী ও জনবান্ধব বাজেট। সঠিকভাবে বাস্তবায়িত হলে এই বাজেট দেশ ও জনগণের জন্যকল্যাণ বয়ে আনবে বলে মনে করেন সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ, সিনিয়র সহ-সভাপতি মো. লায়েছ উদ্দিন ও সহ-সভাপতি মো. এমদাদ হোসেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৫ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930