শিরোনামঃ-

» প্রস্তাবিত বাজেটে উৎসে কর প্রত্যাহার চায় বিজিএমইএ

প্রকাশিত: ০৪. জুন. ২০১৭ | রবিবার

এসবিএন ডেস্কঃ পোশাক শিল্পের রপ্তানিতে উৎসে কর দুই বছরের জন্য রহিত করার পাশাপাশি করপোরেট কর কমিয়ে আগামী ৫ বছরের জন্য ১০ শতাংশ করার আহ্বান জানিয়েছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

রবিবার (৪ জুন) কারওয়ান বাজারে বিজিএমইএর সম্মেলন কক্ষে প্রস্তাবিত বাজেট বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান- বিজিএমইএর নেতারা।

এই বাজেট ‘পোশাক শিল্পবান্ধব নয়’ উল্লেখ করে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ২ জুন জাতীয় সংসদে যে বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন। সেখানে পোশাক খাতের করপোরেট কর আগের ২০ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১৫ শতাংশ। কিন্তু উৎসে কর শূন্য দশমিক ৭০ শতাংশ থেকে বেড়ে এক শতাংশ হচ্ছে।

বাজেটের এসব দিক তুলে ধরে সিদ্দিকুর বলেন- এখন পর্যন্ত আমরা যা দেখছি, তাতে বলতে পারব না যে এই বাজেট তৈরি পোশাক শিল্পবান্ধব। তবে এখনো অনেক সময় আছে। এই সময়ের মধ্যে আমাদের দাবি রক্ষা করেন, তখন আমরা বলতে পারব যে এই বাজেট পোশাক শিল্পবান্ধব।

তিনি বলেন- পোশাক শিল্পকে বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিকূলতা মোকাবেলা করে এগিয়ে যেতে হচ্ছে। ইউরোর দরপতন, ব্রেক্সিট এবং গ্যাস সঙ্কটসহ বিভিন্ন কারণে এ খাতে উৎপাদন ব্যয় বেড়েছে ১৮ শতাংশ। তাই আগামী দুই বছর তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর প্রত্যাহার করতে হবে। এছাড়া এ শিল্পের করপোরেট ট্যাক্স হার ২০ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করার দাবি জানাচ্ছি।

তিনি বলেন- শিল্পে নতুন বিনিয়োগ উৎসাহিত করতে শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে রাজস্ব নীতিসহ অন্যান্য সব নীতি কৌশল ৫ বছরের জন্য স্থিতিশীল রাখতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়- চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে নিটওয়্যার রপ্তানি বেড়েছে মাত্র ৪ দশমিক ৮১ শতাংশ আর ওভেন পণ্যের রপ্তানি কমেছে শূন্য দশমিক ১৪ শতাংশ। এই সময়ে পোশাক রপ্তানিতে গড় প্রবৃদ্ধি কমে দাড়িয়েছে ২ দশমিক ২১ শতাংশে। অথচ গত ১০ বছরে পোশাকখাতের গড় রপ্তানি প্রবৃদ্ধি প্রায় ১৩ শতাংশ। এই সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক শূন্য ছয় শতাংশ রপ্তানি কম হয়েছে।

অন্যদের মধ্যে বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাসির, এম এ মান্নান কচি, ফারুক হাসান ও সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬২ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930