শিরোনামঃ-

» ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ০৫. জুন. ২০১৭ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ রাজনীতিবিদ, পেশাজীবী, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার (৫ জুন) সিলেট নগরীর জিন্দবাজারস্থ একটি অভিজাত হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল’র সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন- এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শংকর দাস।

আলোচনা শেষে মুসলিম উম্মাহ ও বাংলাদেশের শাস্তি কামনার পাশাপাশি এসোসিয়েশনের সাবেক কোষাধক্ষ্য মরহুম সিএম মারুফের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন- ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা শাহ মো. নজরুল ইসলাম।

ইফতার মাহফিলে রাজনীতিবিদ, পেশাজীবী, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামানব সেলিম, মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এড. আব্দুল হাই কাইয়ূম ।

_96282090_da969804-2db0-4ca7-8b01-6bdd5ef39817

প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) আমিনুর রহমান, জেলা কালেক্টর’র নির্বাহী ম্যাজিষ্ট্রট শেখ জাহিদ হাসান প্রিন্স, র‌্যাব-৯’র সিনিয়র এ এসপি অপস মিডিয়া মাঈন উদ্দিন চৌধুরী, এসএমপির উপ-পুলিশ কমিশনার বাসু দেব বণিক, এসএমপির মূখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুছা, ডিজিএফআইয়ের এডি মো. মনির উদ্দিন, সিনিয়র জেলা সুপার মো. ছগির মিয়া, ডেপুটি জেলার সুহেল আহমদ, এনএসআই সিলেটের সহকারী পরিচালক মো. তারিকুল ইসলাম, এনএসআই সিলেটের যুগ্ম-পরিচালক সারওয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমদ।

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, জেলা জজ কোর্টের এডিশনাল পিপি শামসুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম সোয়েব, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সহ-সভাপতি সেলিম আউয়াল, সিসিক’র প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট-এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী, এসসিএস’র ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট জুনেল আহমদ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের, সিলেটস্থ রংপুর বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি এম এ সাত্তার, সাকসেস হিউম্যান রাইটস সোসাইট’র সভাপতি আজিজুল গণি, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল, আওয়ামীলীগ নেতা এস এম নুনু মিয়া, জাবেদ সিরাজ, রিয়াদুল হাসান রুহেল।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, সাবেক সভাপতি আহমেদ নূর, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিনিয়র সাংবাদিক আফম সাঈদ, নিউ এইজ সিলেট ব্যুারো মনিরুজ্জামান, সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী, ইমজা’র সভাপতি আল আজাদ, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, দৈনিক উত্তরপূর্বের সহকারী বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকাস্থ, দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, মাই টিভির বিভাগীয় প্রধান গাজী মো. জাফর ছাদিক কয়েছ, জিটিভির ব্যুরো প্রধান বিলকিস আক্তার সুমি, বাংলা নিউজ সিলেটের প্রতিনিধি নাসির উদ্দিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আজমল খান, সাংবাদিক বাবর আহমদ, খলিলুর রহমান, ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি দিগেন সিংহ, এসোসিয়শনের প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমান আতা, দুলাল হোসেন, তুকুল রানা, কুমার গণেশ পাল, সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ইকবাল মনসুর, এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মামুন হাসান, নাজমুল কবির পাবেল, সহ-সাধারন সম্পাদক মাহমুদ হোসেন, কোষাধ্যক্ষ বেলায়েত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আলী, নির্বাহী সদস্য ইকবাল মনসুর, আশকার আমিন লস্কার রাব্বী, নুরুল ইসলাম, এস এম রফিকুল ইসলাম সুজন, সদস্য এস সুটন সিংহ, জাবেদ আহমদ কয়েছ আহমদ, আনিস রহমান, ইকবাল মুন্সী, রত্না আহমদ তামান্না, শেখ আব্দুল মজিদ, এফ এ মুন্না, শাহিন আহমদ, সুব্রত দাস, আব্দুল মোমিন ইমরান, হুমায়ুন কবির লিটন, শিপন আহমদ, রেজা রুবেল প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এসোসিয়েশনের সভাপতির ছেলে আহনাফ নাফি।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30