শিরোনামঃ-

» যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন আজ

প্রকাশিত: ০৮. জুন. ২০১৭ | বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যে ১৯৭৪ সালের পর এটিই প্রথম আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (৮ জুন) ব্রিটিশ সময় সকাল ৭টা থেকে নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং চলবে রাত ১০টা পর্যন্ত।

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন- যুক্তরাজ্যের প্রধান দুই দলের দুই প্রার্থী কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী তেরেসা মে ও বিরোধীদলীয় লেবার দলের প্রধান জেরমি করবিন।

গত এপ্রিলে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আগাম নির্বাচনের ঘোষণা দেন ফলে মাত্র দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো সরকার গঠনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা গেছে- ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বুথ ফেরত জরিপ প্রকাশ করা হবে এবং শুক্রবার (৯ জুন) সকাল ৩টা থেকে ৬টার মধ্যে ভোটের ফল জানা যাবে।

বৃহস্পতিবার (৮ জুন) ইংল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের ভোটাররা ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০টি আসনে নিজেদের প্রতিনিধি বেছে নেবেন।

এবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হকসহ মোট ১৪জন বাংলাদেশি প্রার্থী।

এই আগাম নির্বাচনকে পুরো ইউরোপের জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার প্রক্রিয়া ও জোটের বাইরে দেশটির বাণিজ্য সম্পর্ক, সীমান্ত ও শুল্ক ব্যবস্থাপনার ধরন কোন পথে যাবে, তা নির্ধারিত হবে এই নির্বাচনের মধ্য দিয়ে।

উল্লেখ্য, গত বছর ব্রেক্সিটের পক্ষে-বিপক্ষে গণভোটে হেরে যান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এরপর ক্ষমতা থেকে সড়ে দাড়ান তিনি। ফলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি টোরি সরকারের পূর্ণ মেয়াদ শেষ করার ঘোষণা দিয়েছিলেন।

কিন্তু ইইউ’র কাছে আনুষ্ঠানিকভাবে জোট ছাড়ার প্রস্তাব দেওয়ার পর তিনি আগের অবস্থান থেকে সরে এসে আগাম নির্বাচনের ঘোষণা দেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930