শিরোনামঃ-

» বিক্রি হচ্ছে প্লাস্টিক চাল; নমুনা গেল ল্যাবে

প্রকাশিত: ০৮. জুন. ২০১৭ | বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্কঃ প্লাস্টিক চালের ভাত যেন নয়, একেকটা ছোট ছোট রাবার বল। যা খেতে গেলে অস্বস্তি বাড়ার পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যাতেও পড়েছেন ভারতের হায়দরাবাদের বাসিন্দারা। এ বিষয়ে সাম্প্রতিক সময়ে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে।

গত সাতদিনে হায়দরাবাদের চারমিনার, ইউসুফগুদা, সারুরনগর, মিরপেটসহ বিভিন্ন এলাকা থেকে প্লাস্টিক চাল কিনে প্রতারিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগপ্রাপ্তির পর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইস ডিপার্টমেন্ট তাদের বিশেষ টাস্কফোর্সকে বিষয়টি তদন্তের নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায়- ওইসব এলাকার বিভিন্ন বাড়ি থেকে ভাত রান্নার চাল ও বিভিন্ন দোকান থেকে বিক্রির চালের নমুনা সংগ্রহ এবং তার পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়েছে।

চাল কিনে প্রতারিত মিরপেটের বাসিন্দা অশোক জানান- ভাত রান্নার পর তা খেতে অস্বস্তি লাগতো। সবচেয়ে বড় বিস্ময়ের বিষয়, যখন ভাতগুলোকে একসাথে করে ছোট বলের আকৃতি দেয়া হয় এবং তা ছুড়ে দেয়া হয় তখন তা রাবার বলের মতো লাফিয়ে উঠে। এ চালের ভাত খাওয়ার পর যে শারীরিক সমস্যা দেখা দেয় তা চিকিৎসকরা সহজে নিরাময় করতে পারেন না।

তেলেগু টিভি সাংবাদিক ইন্দ্রাসেন জানান- সম্প্রতি সারুরনগরে এক প্যাকেট বিরিয়ানি কিনে তা খাওয়ার সময় কয়েকটি ভাত পড়ে গিয়ে বলের মতো লাফিয়ে উঠে। এ বিষয়ে অভিযোগ করতে গিয়ে তিনি লাঞ্ছিতও হন।

সম্প্রতি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে- মেশিনে প্লাস্টিক প্রবেশ করিয়ে দেয়ার পর তা নুডুলসের আকৃতি নিয়ে বেরিয়ে আসছে। পরে তা সুন্দর করে কেটে চালের আকৃতি দেয়া হচ্ছে। চায়নায় তৈরি মানবদেহের জন্য ক্ষতিকারক এই প্লাস্টিক চাল চায়না থেকে ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930