শিরোনামঃ-

» সিলেট চেম্বারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯. জুন. ২০১৭ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার (৯ জুন) নগরীর বালুচরস্থ আমানউল্লাহ্ কনভেনশন সেন্টারে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহ্ফিলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিলেট চেম্বার ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারও ব্যবসা-বাণিজ্য বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে ব্যবসায়ীদের উন্নয়ন সহ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, সম্প্রতি দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান, পরিচালনা পরিষদ নির্বাচন সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এসব কার্যক্রমে সিলেট চেম্বারের পাশে থাকার জন্য তিনি সকল সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

মাহ্ফিলের আলোচনা পর্বে মাহে রমজানের ফজিলত ও যাকাত সংক্রান্ত বিষয়ে বিষদভাবে আলোচনা করেন ইসলামী ফাউন্ডেশন, সিলেটের সহকারী পরিচালক মাওলানা শাহ্ নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, সিলেট রেঞ্জ এর ডিআইজি মো. কামরুল আহসান, এসএমপি’র পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (প্রশাসন) এ এস এম আশফাক হোসেইন, জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, ডিজিএফআই এর অধিনায়ক কর্নেল এস এম বাহাউদ্দিন, অতিরিক্ত পরিচালক মনির আহমদ, র‌্যাব-৯ এর উপ অধিনায়ক মেজর মো. জামসেদুর রহমান, এনএসআই, সিলেট এর যুগ্ম-পরিচালক মো. সারোয়ার হোসেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর অতিরিক্ত কমিশনার মো. নিয়াজুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হক, স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবজিৎ সিংহ, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম-সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, বিজিত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এ টি এম হাসান জেবুল, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. লায়েছ উদ্দিন, সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, সাবেক সভাপতি এম এ মুমিন, মোহাম্মদ সাফওয়ান চৌধুরী, সালাহ্ উদ্দিন আলী আহমদ, ইফতার মাহফিল আয়োজক কমিটির আহবায়ক ও সিলেট চেম্বারের পরিচালক এহতেশামুল হক চৌধুরী, পরিচালক মাসুদ আহমদ চৌধুরী, মো. সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, নুরুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), মুশফিক জায়গীরদার, আমিরুজ্জামান চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, ফালাহ্ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান জামিল, হুমায়ুন আহমদ, মো. মুজিবুর রহমান মিন্টু, সিলেট চেম্বারের সদস্যবৃন্দ, সরকারী-বেসরকারী উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭০ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30