শিরোনামঃ-

» বিদ্যুতের দাবীতে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ

প্রকাশিত: ১০. জুন. ২০১৭ | শনিবার

জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলি বাসষ্টেশনে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে ও ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে শুক্রবার (৯ জুন) জুমা নামাজের পর সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোব্ধ জনতা।

অবরোধের কারণে বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত ঘন্টাখানেক সময় গুরুত্বপূর্ণ এ রাস্তাটিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে আটকা পড়েন শতাধিক গাড়িতে থাকা হাজার হাজার মানুষ।

পরে বিদ্যুৎ কর্তৃপক্ষের আশ্বাসের ফলে অবরোধ তুলে নেন বিক্ষোব্ধ জনতা। এ সময় তারা বলেন, পবিত্র রমজান মাসে বিদ্যুতের বারবার লোডশেডিং এ জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। ভ্যাপসা গরমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। ২৪ ঘন্টায় গড়ে ৩০-৩৫ বার লোডশেডিং হচ্ছে।

বিশেষ করে ইফতার, তারাবির নামাজ ও সেহরির সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

এছাড়া বিদ্যুৎ না থাকার কারনে বিভিন্ন মসজিদে মাইকে আজান দেওয়া সম্ভব হয় না।

বিদ্যুৎ চালিত মটর দিয়ে মসজিদের ওযুর পানি তুলা অসম্ভব হয়ে পড়ে। এতে বিপাকে পড়েন মুসল্লিরা। রমজানের দিনে বিদ্যুৎ বিভাগের এমন লুকোচুরি কেউ মেনে নিতে পারছে না।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, জকিগঞ্জে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের ফলে উপজেলার সর্বত্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে উপজেলার প্রত্যান্ত অঞ্চলে মিছিল, মিটিং, মানববন্ধন ও অবরোধ চলছে।

সচেতন মহলের মতে, বিদ্যুৎ বিভাগ জনগনের সাথে এমন তামাশা করলে যেকোন সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।

এ ব্যাপারে জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ইসহাক আলীর সাথে বার বার মোবাইল ফোনে যোগাযেগ করলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০০ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30