শিরোনামঃ-

» জুলুমবাজ সরকার হটাতে ঈদের পর রাস্তায় নামুন : খালেদা জিয়া

প্রকাশিত: ১০. জুন. ২০১৭ | শনিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন- অযথা হা-হুতাশ করে কোনো লাভ হবে না। জুলুমবাজ সরকারকে হটাতে ঈদের পর ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে শান্তিপূর্ণ প্রতিবাদ গড়ে তুলতে হবে। এ জন্য সবাই প্রস্তুতি নিন।

শনিবার (১১ জুন) রাজধানীর মতিঝিলে হোটেল পূর্বাণীতে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বলেন- ‘দেশ আজ কটিন সময় পার করছে। জুলুম-অত্যাচারের জনগণ অতিষ্ঠ। তাই প্রতিটি মানুষের উচিত নিজেদের মধ্যে আলোচনা করা, সিদ্ধান্ত নেয়া যে, এই অবস্থায় কি দেশ চলবে? আমরা কি শুধু হা-হুতাশ করবো?’

খালেদা আরো বলেন- ‘তাই রোজা-ঈদ শেষ হয়ে গেলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের জুলুম-অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ করতে হবে। সেটি করলেই সবাই এসে শরিক হবে।’ এজন্য ছাত্র-যুবকদের অগ্রণী ভূমিকা নেয়ার আহ্বান জানান- বিএনপি চেয়ারপারসন।

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে কোনো নির্বাচন মেনে নেয়া হবে না জানিয়ে খালেদা জিয়া বলেন- ‘সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করা হবে। যে নির্বাচন একটি সহায়ক সরকারের অধীনে হবে। হাসিনামার্কা নির্বাচন এদেশে হবে না। হাসিনার অধীনে নির্বাচন কেউ মেনে নেবে না।’

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন- ‘গতকালদেখলাম, আওয়ামী লীগের মহিলারা বলেছেন- আমরা নির্বাচন চাই না হাসিনাকে ক্ষমতায় চাই। আমরাও হাসিনাকে চাই, কিন্তু সেটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে চাইবে তারাই আসবে।’

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার প্রসঙ্গ তুলে ধরে বিএনপি প্রধান বলেন- ‘প্রতিনিয়িত দাম বেড়েই চলেছে। এরই মধ্যে আবারো গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। মানুষ শান্তিতে নেই। এখানো খুন-গুম-নির্যাতন চলছে। মানুষ অস্থির হয়ে উঠছে।’

আগামী বছরের জন্য প্রস্তাবিত বাজেটকে ‘গরিব মারার বাজেট’ অভিহিত করে বিএনপি চেয়ারপারসন বলেন- ‘নতুন নতুনভাবে কর-ভ্যাট আরোপ করা হয়েছে।’

এনপিপির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, শামসুজ্জামান দুদু, আবদুস সালাম, শামা ওবায়েদ।

২০ দলীয় জোট নেতাদের মধ্যে- এলডিপির কর্নেল অলি আহমেদ, এনডিপির খন্দকার গোলাম মোর্ত্তজা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া, জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, সাম্যবাদী দলের কমরেড সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭০ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30