শিরোনামঃ-

» লাফিয়ে বাড়ছে পাহাড়ে মৃতের সংখ্যা; এ পর্যন্ত ৪ সেনা সহ নিহত ৪৫

প্রকাশিত: ১৩. জুন. ২০১৭ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ প্রবল বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ তিন জেলায় পাহাড় ধ্বসে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অতি বর্ষণে পাহাড় ধসে রাঙামাটি, বান্দরবান এবং চট্টগ্রামে ৪৫ জন নিহত হবার খবর পাওয়া গেছে। খবর বেসরকারি টিভি চ্যানেল ২৪ এর।

জানা গেছে- সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাঙামাটিতে। রাঙামাটিতে এখন পর্যন্ত ২৩ জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন- রাঙামাটির পুলিশ সুপার।

নিহত ২৩ জনের মধ্যে সেনাবাহিনীর ৬ জন সদস্য রয়েছেন বলে জানা যাচ্ছে। তারা মানিকছড়ি ক্যাম্পে কর্মরত ছিলেন।

6ঢাকায় আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে- নিহতদের মধ্যে সেনাবাহিনীর দুজন অফিসার রয়েছে। এখনো কয়েকজন সেনা সদস্য নিখোঁজ আছে বলে তারা জানিয়েছেন।

উল্লেখ্য, রোববার (১১ জুন) থেকে ওই এলাকাগুলোতে প্রবল বৃষ্টিপাত হয়েছে। তবে সোমবার (১২ জুন) রাত ২টার পর প্রচণ্ড ভারী বৃষ্টি ও সঙ্গে বজ্রপাতসহ ঝড়ো হাওয়া হয়। এরপরই এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

অনেক উপজাতি পরিবার ওই এলাকায় পাহাড়ের পাদদেশে বাপ-দাদার আমল থেকে বসবাস করে আসছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30