শিরোনামঃ-

» ১২ বছর বয়সী ধাত্রী বোনের সাথে নবজাত ভাইয়ের মনোমুগ্ধকর ছবি ভাইরাল (ভিডিও)

প্রকাশিত: ১৩. জুন. ২০১৭ | মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্কঃ ১২ বছর বয়সী মেয়ে চিকিৎসা শাস্ত্র পাঠ করে তার মাকে সন্তান প্রসবে সহায়তা করেছেন। ছোট্ট মেয়েটি সদ্য ভূমিষ্ঠ ভাইয়ের সাথে একটি মনোমুগ্ধকর ছবি ফেসবুকে পোস্ট করেছেন- যা ফেসবুকে ব্যাপক সাড়া জাগিয়েছে।

জেস ডেলপেননারের মা কার্রওয়ে বলেন- তার মেয়ে অনেক আগে থেকে এই অভিজ্ঞতা অর্জন করতে চাইতো। ১৮ মাস আগে ডেলপেননা তার মা এবং সৎ বাবাকে বলেন, তাদের পুত্র জাডিনের জন্মের সময় তিনি ডেলিভারি কক্ষ থাকতে চান। তখন এই দম্পতি খুবই চিন্তিত ছিল কারণ অভিজ্ঞতার দিক দিয়ে সে খুবই কাচা এবং বয়সেও অল্প।

কার্রওয়ে যখন গর্ভবতী হলেন তখন ডেলপেননার ছোট্ট  অনুরোধ করলেন। ‘’সে বলল- ‘মা, আমি আমার ভাইয়ের জন্মের সময় ডেলিভারি কক্ষে থেকে 2তোমাকে সাহায্য করতে চাই।’ বিষয়টি নিয়ে আমি ও আমার স্বামী আলোচনা করি এবং সেও মানবদেহ নিয়ে প্রচুর পড়াশুনা করতে থাকে। সেই সাথে তার বয়স বাড়তে থাকে। অবশেষে আমি তাকে  সম্মতি জানাই।”, ডেলপেননার মা বলেন।

সত্যিকার পরিকল্পনা ছিল যে- ডেলপেননার ডেলিভারি কক্ষে থাকবে তার মায়ের পাশে।

‘ডেলিভারি কক্ষে সে কাঁদতে শুরু করে এবং বলে সে কিছু দেখতে পারছে না,’ কার্রওয়ে বলে।

ধাত্রীবিদ্যা বিশারদ ডা. ওয়াল্টার উলফে বলেন- ‘ডেলপেননা শরীর ঝাকনি দাও এবং আমাকে ডেলিভারিতে সহায়তা করো।’

কার্রওয়ে বলেন- ‘আমি প্রচন্ড ব্যথা অনুভব করি এবং তাকে বলি সেবাযত্ন কর যতক্ষণ না  তোমার সৎবাবা আসে।’

ডেলপেননা তার নবজাত ভাইয়ের জন্মের সময় খুবই উত্তেজিত ছিল এবং ঠিকঠাকভাবে ধাত্রী ডাক্তারকে সাহায্য করতে পেরেছিল। নবজাত শিশু জন্মের সময় ডেলপেননারের কয়েকটি ছবি তোলা হয় যেখানে সে খুবই আবেগী এবং চমৎকার ছিল।

ডেলপেননা বলে- ‘আমি অত্যন্ত  স্নায়ুচাপে ছিলাম। আমি নকল ডাক্তারের ভূমিকা পালন করি কিন্তু এটি জীবন পরিবর্তন করে দিতে পারে।’

ডেলপেননা এমনকি নবজাতশিশুর নাভির কর্ড কাটার সুযোগ পান। ‘এটা খুবই সাধারণ ছিল আমি কখনও ভাবতে পারিনি যে আমি এ রকম অসাধারণ কাজ করতে পারবো।

মা কার্রওয়ে নবজাতশিশুর সাথে ডেলপেননারের ছবি ফেসবুকে পোস্ট করেন এবং তার বন্ধু নিকি স্মিথকে গর্ভাবস্থা মায়েদের গ্রুপে শেয়ার করতে বলেন।

শেয়ারকৃত ডেলপেননা ডেলিভারি কক্ষের ছবিটি ফেসবুকে ব্যাপক তোরপার সৃষ্টি করেছে এবং ১,৭৭,০০০ বার ছবিটি শেয়ার হয়েছে।

কার্রওয়ে বলেন- ‘আমি বিস্মিত, আমি আশা করিনি যে ছবিগুলি এতবার ভাইরাল হবে। এটা খুবই ইতিবাচক।’

যাইহোক- ডেলাপেননা বারবার বাচ্চার অলৌকিক ঘটনার অভিজ্ঞতা অর্জন করতে চান।

ডেলাপেননা বলে-‘আমি একজন নারীরোগ বিশেষজ্ঞ হতে চাই। এজন্যে আমি কঠোর পরিশ্রম করছি।’

টুডে ডটকম অবলম্বনে

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930