শিরোনামঃ-

» জামিন পেলেন নিউইয়র্কের সেই বাংলাদেশি কূটনীতিক

প্রকাশিত: ১৪. জুন. ২০১৭ | বুধবার

আন্তর্জাতিক ডেস্কঃ গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়া নিউ ইয়র্কে বাংলাদেশি কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মেদ শাহেদুল ইসলাম জামিন পেয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (১৪ জুন) সকাল ৭টায় তিনি জামিন পান তিনি।

নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১২ জুন) ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

আদালতের নথি অনুযায়ী- নিউইয়র্কে শাহেদুলের বাসায় ২০১২-২০১৬ সালের মে মাস পর্যন্ত কোনো বেতন ছাড়াই মোহাম্মদ আমিন নামের এক ব্যক্তিকে তার বাড়িতে কাজ করতে বাধ্য করেন। গত বছর মে মাসে আমিন পালিয়ে যান এবং পুলিশের কাছে অভিযোগ করেন। এ সময় তাকে তিন বছরের বেশি সময় ধরে সহিংস নির্যাতন ও হুমকি দিয়ে বিনা বেতনে কাজ করতে বাধ্য করেছেন।

আমিনের অভিযোগ অনুযায়ী- যুক্তরাষ্ট্রে আসার পর পরই শাহেদুল ইসলাম তার পাসপোর্ট কেড়ে নেন এবং তাকে দিয়ে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করতে বাধ্য করতো। পরিবার ও বাইরের কারো সঙ্গে তাকে যোগাযোগ করতে দেয়া হতো না।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়- ২০১৬ সালের মে মাসে ঐ কূটনীতিকের বাড়ি থেকে যখন গৃহকর্মী নিখোঁজ হয়, তখনই বিষয়টি স্টেট ডিপার্টমেন্টকে জানানো হয়েছিল।

কিন্তু গত ১৩ মাসে বিষয়টি নিয়ে এই কূটনীতিককে গ্রেপ্তারের আগ পর্যন্ত কোন ধরণের অগ্রগতি জানানো হয়নি বাংলাদেশকে।

শাহেদুল ইসলাম রাজনৈতিক বিবেচনায় যুক্তরাষ্ট্রে নিয়োগপ্রাপ্ত কূটনীতিক। ২০১১ সালে নিউ ইয়র্ক মিশনে কাউন্সিলর পদে যোগ দেন তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930