শিরোনামঃ-

» যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১২ বিলিয়ন ডলারে যুদ্ধবিমান ক্রয়ে চুক্তি করেছে কাতার!

প্রকাশিত: ১৫. জুন. ২০১৭ | বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১২ বিলিয়ন ডলার ব্যয়ে এফ-১৫ যুদ্ধবিমান ক্রয়ের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে কাতার কর্তৃপক্ষ।

বুধবার (১৪ জুন) এ তথ্য জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি সন্ত্রাসবাদকে সহায়তা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের সমালোচনার করেন। এ সমালোচনা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশটির সাথে ১২ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি সম্পন্ন করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস এবং কাতারের প্রতিনিধিরা বুধবার (১৪ জুন) চুক্তিটি স্বাক্ষর করে। রয়টার্স চুক্তিটি স্বাক্ষরের বিষয় নিশ্চিত করেছে।

ব্লুমবার্গ নিউজ জানিয়েছে- এই চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩৬ টি যুদ্ধ বিমান কিনবে কাতার।

বুধবার পেন্টাগন এক ই-মেইল বিবৃতিতে জানায়- ‘মার্কিন যুক্তরাষ্ট্র হতে অস্ত্র ক্রয়ের ফলে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং অভ্যন্তরীণ পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধি পাবে’।

6মার্কিন প্রতিরক্ষা সচিব ম্যাটিস এবং কাতারের প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী খালিদ আল-আত্তিয়াও আইএসের বিরুদ্ধে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ ছাড়া উপসাগরীয় দেশসমূহের সাথে আলোচনা মাধ্যমে কাতার সঙ্কট সমাধান করার কথাও পেন্টাগন বলেছে।

গত নভেম্বরে, মার্কিন যুক্তরাষ্ট্র কাতারের কাছে ২১.১ বিলিয়ন ডলার মূল্যের বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছিল।

প্রধানত বোয়িং কোম্পানী মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান বিক্রয় করে থাকে। কিন্তু বোয়িং কোম্পানী এই চুক্তির বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

উল্লেখ্য, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারকে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন। এছাড়া কাতারের প্রতি উপসাগরীয় দেশসমূহ কতৃক আরোপিত অবরোধের জন্য ডোনাল্ড ট্রাম্পই দায়ী।

রয়টার্স অবলম্বনে

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930