শিরোনামঃ-

» “নবাব” হচ্ছে বাঙ্গালী জাতির গর্বের সিনেমা : শাকিব

প্রকাশিত: ১৯. জুন. ২০১৭ | সোমবার

সিলেট বাংলা নিউজ মিডিয়া ডেস্কঃ গত ক’দিন ধরে “নবাব ও বস২” যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গ করেছে এমন সস্তা যুক্তি দেখিয়ে দু’টি ছবি মুক্তিতে আন্দোলন নামে বাঁধা সৃষ্টি করছে। এই দু’টি ছবি মুক্তি না পেলে সিনেমা হলে প্রচুর বিনিয়োগকৃত অর্থ আটকে যাবে এবং সিনেমা হলের মালিকগন সিনেমা হল বন্ধের উদ্যেগ নিবেন। এই পরিস্থিতিতে চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চিত্রনায়ক শাকিব খান, আরেফিন শুভ, অমিত হাসান, চিত্রপরিচালক কাজী হায়াৎ, বিপাশা কবির, মিষ্টি জান্নান, জলি, নওশেদ খান সহ আরো অনেকে…।

শাকিব বলেন, নবাব “বাঙ্গালী জাতির গর্বের একটি সিনেমা” নবাব হচ্ছে এমন একটি সিনেমা যে সিনেমা’য় বাংলাদেশ পুলিশ প্রশাসনকে আন্তর্জাতিকভাবে খুব সম্মানের সহিত উপস্থাপন করা হয়েছে।

এই সিনেমা আন্তর্জাতিকভাবে চলবে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তী উজ্জ্বল হবে। প্রিভিউ কমিটি প্রথমবার “নবাব” ছবিটি দেখার পর বলেছিল “ভারতীয় মাটিতে বাংলাদেশের জয়”।

MVI_0143.MP4_snapshot_04.34_2017.06.19_00.37.17-300x169“কাফনের কাপড় পরে আপনারা আন্দোলন করলেন যৌথ প্রযোজনার নামে আর আপনারা-ই যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন?”

এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, মুর্খের মত কথা না বলে সেই আন্দোলনের রেকর্ড টেনে দেখেন সেদিন ব্যানারে কি লেখা ছিল… ব্যানারে লেখা ছিল “বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দী উর্দু ছবি চলবে না” সেদিন যৌথ প্রযোজনার ছবির বিরুদ্ধে কোন আন্দোলন করা হয়নি।

এসব ভন্ডামির সাথে আমরা কখনো ছিলাম না, আমরা কখনোই থাকবো না। যখন যে আন্দোলন করেছি চলচ্চিত্রের স্বার্থেই আন্দোলন করেছি।

শাবানা ম্যডাম এর প্রোডাকশনে যৌথ প্রযোজনার অনেক ছবি হয়েছে। মিঠুন চক্রবর্তী যখন “অবিচার” যৌথ প্রযোজনা সিনেমা করেছেন তখন আমাদের দেশের শুধুমাত্র ৩ জন শিল্পী ছিলেন রোজিনা, নতুন, এটিএম সামসুজ্জামান। তখন সেটা কি যৌথ প্রতারণা ছিল না?

আজকে যারা যৌথ প্রযোজনার বিরুদ্ধে আন্দোলন করছে তারা এক সময় যৌথ প্রযোজনার ছবিতে কাজ করেছেন। তাদের একজনকে আবার যৌথ প্রযোজনার ছবিতে কাস্ট করেন দেখবেন তাদের মুখ বন্ধ হয়ে কিন্তু যৌথ প্রযোজনা কখনো বন্ধ হবে না। সব আন্দোলন ব্যক্তি স্বার্থে! শিল্পের স্বার্থে কিংবা দেশের স্বার্থে না।

শাকিব আরো বলেন, যৌথ প্রযোজনার ছবিতো আমি একটা করেছি “শিকারী” বাংলাদেশের সবাই জানেন! মাননীয় মন্ত্রী মহোদয় থেকে শুরু করে… প্রিন্ট মিডিয়া, ইলেন্ট্রনিক্স মিডিয়া আপনারা সবাই আমাকে অনেক ধন্যবাদ দিয়েছেন “শাকিব খান আপনি আমাদের মান রেখেছেন” আপনারা অনেক ধন্যবাদ দিয়েছেন “জাজ মাল্টিমিডিয়ার কর্নধার আবদুল আজিজ’কে” যে এতো সুন্দর একটি চলচ্চিত্র আমাদের উপহার দিয়েছেন। শুধু বাংলাদেশ নয় ভারতের পশ্চিম বঙ্গ, আসাম স্টেট, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ আরো অনেক দেশে শিকারী প্রদর্শিত হয়।

MVI_0144.MP4_snapshot_02.30_2017.06.19_01.08.35-300x129ফেরদৌস বলেন, সম্ভবত এই পর্যন্ত যৌথ প্রযোজনার সব চেয়ে বেশি ছবিতে আমি অভিনয় করেছি এবং ভারতে বাংলাদেশী অভিনেতা হিসেবে সব চেয়ে বেশি চলচ্চিত্রে আমি অভিনয় করেছি। যৌথ প্রযোজনার একটি ছবির জন্য যদি সরকার অনুমতি দেয় তাহলে আমরা বলার কে যে এইটা যৌথ প্রযোজনার ছবি না! আজকে যদি আজিজ সাহেব যৌথ প্রযোজনার ছবি বানানো বন্ধ করে দেয় তাহলে যে কয়েকটা ভালো ছবি হচ্ছে সেগুলোও হবে না। আমি সব সময় যৌথ প্রযোজনার পক্ষে ছিলাম আছি থাকবো।

MVI_0145.MP4_snapshot_01.06_2017.06.19_01.15.29-300x169মিষ্টি জান্নাত বলেন, যারা যৌথ প্রযোজনার ছবিতে কাজ করতে পারছেন না শুধুমাত্র তারাই বলছেন যৌথ প্রযোজনা বন্ধ করতে। আমি সুযোগ পাই আর না পাই আমি সব সময় যৌথ প্রযোজনার পক্ষেই থাকবো।

সব শেষে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধর আবদুল আজিজ, মিশা সওদাগর সম্পর্কে বল্লেন, মিশা সওদাগর যৌথ প্রযোজনার ছবির বিরুদ্ধে আন্দোলন করছেন অথচ তিনি নিজেই প্রতিদিন আবদুল্লাহ জহির বাবুকে ফোন করে বলে তাকে যৌথ প্রযোজনার ছবিতে নেয়ার জন্য এবং এসকে মুভিজ এর নির্বাহী প্রযোজক বিপ্লবকে ফোন করে রিকুয়েস্ট করে তাকে যৌথ প্রযোজনার ছবিতে নেয়ার জন্য।

MVI_0155.MP4_snapshot_00.36_2017.06.19_01.33.39C-300x117ভালো সিনেমা না হলে সিনেমা হলে দর্শক আসবে না। বিগ বাজেটে সিনেমা না হলে সিনেমা শিল্প বাঁচবে না। এই ঈদে “নবাব ও বস ২” দুইটা ছবি মুক্তি পাবে ইনশাআল্লাহ্‌।

আমি ধারকর্য করে সিনেমা বানাই নাই, নিজের টাকা খরচ করে সিনেমা বানাইছি। আমি একটা ছবি মুক্তি দিব না, দিলে ২টাই দিব, না দিলে একটাও দিব না। যদি মুক্তি না পায় তাহলে আমি আমার ১২টা সিনেমা হল বন্ধ করে দিব, সিনেমা বানানো বন্ধ করে দিব।।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৬ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930