শিরোনামঃ-

» সিলেটে পর্যটনশিল্পের উন্নয়ন, প্রতিবন্ধকতা, সমাধান ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০. জুন. ২০১৭ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ আকর্ষণীয় স্থানসমূহে পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন এবং পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়নে প্রতিবন্ধকতা, সমাধান ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা মঙ্গলবার (২০ জুন) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে ও বাংলাদেশ ট্যুরি‌জম বোর্ডের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজম খানের সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন- পর্যটনসমৃদ্ধ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যটন শিল্পের গুরুত্ব ব্যাপক। এ শিল্প দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করে, বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য আনে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, সম্পদের গতিশীলতা আনে, অর্থনীতিতে আয়-গুণকের প্রভাব সৃষ্টি করে এবং সংশ্লিষ্ট অন্যান্য খাতের উন্নয়নে সাহায্য করে।

তাছাড়া এ শিল্প গন্তব্য-দেশের সামাজিক-সাংস্কৃতিক উন্নয়ন, শিক্ষার অগ্রগতি, এবং শান্তি ও সৌহার্দ্য সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা পালন করে। ফলে মানুষের মূল্যবোধ, আচরণ, জীবনধারা, প্রকাশভঙ্গি, গোষ্ঠী-সংগঠন ইত্যাদি সমৃদ্ধ হয়।

পর্যটনে ঐতিহ্যকে ধরে রাখতে হলে আমাদের সমাজের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেননা বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসে আমাদের দেশে। তাদের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। যাতে পর্যটকদের কোন ধরণের সমস্যা না হয়। সে লক্ষ্যে সরকার গুরুত্ব দিয়ে পর্যটনের উপরে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে এবং প্রাকৃতিক সৌন্দর্যকে ধরে রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. ছালাহ উদ্দিন চৌধুরী, সিলেটের পরিবার পরিকল্পনা পরিচালক মো. কুতুব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রুকন উদ্দিন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30