শিরোনামঃ-

» বিপদসীমার ২৭০ সে মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খোয়াই নদীর পানি

প্রকাশিত: ২১. জুন. ২০১৭ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক দিনের টানা বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মঙ্গলবার (২০ জুন) সকাল ৮টা পর্যন্ত নদীর বাঁধের মাছুলিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ২৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ফলে হবিগঞ্জ শহর ঝুঁকির মধ্যে রয়েছে। বাঁধ ভেঙ্গে যেকোনো সময় তলিয়ে যেতে পারে শহরটি।

পানি উন্নয়ন বোর্ড জানায়- খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে। এ নদীটি জেলার চুনারুঘাট, বাহুবল, সদর, বানিয়াচং ও লাখাই উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে। পাঁচ উপজেলার বাসিন্দাদের জীবনযাত্রা এ নদীর সঙ্গে জড়িয়ে রয়েছে। সোমবার (১৯ জুন) দুপুর থেকে জেলায় প্রবল বর্ষণ শুরু হয়। বর্ষণের ফলে মধ্যরাতের পর থেকে খোয়াই নদীর পানি হঠাৎ করে বাড়তে শুরু করে।

এদিকে নদীর বাঁধে ভাঙনের আশঙ্কায় রাতভর মানুষ পাহারা দিয়েছেন। রাত ৯ টার পর থেকেই বাঁধের কয়েকটি দুর্বল স্থানে ছিদ্র হয়ে পানি শহরে প্রবেশ করতে শুরু করে। এ খবর ছড়িয়ে পড়লে শহরবাসীর মাঝে আতঙ্ক দেখা দেয়। ওই স্থানগুলোতে সাধারণ মানুষ নিজেদের উদ্যোগে বালুর বস্তা ফেলে এসব ছিদ্র বন্ধ করার চেষ্টা চালান। শহরের মসজিদগুলোতে মাইকিং করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30