শিরোনামঃ-

» ছাতকে বিভিন্ন প্রজাতির ১৬টি বিষধর সাপ ধরা পড়েছে

প্রকাশিত: ২২. জুন. ২০১৭ | বৃহস্পতিবার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে বিভিন্ন প্রজাতির ১৬টি বিষধর সাপ ধরা পড়েছে। ওঝা বুরহান উদ্দিন জালালী বুধবার (২১ জুন) সকালে শহরের বহুমুখী মডেল হাইস্কুল সংলগ্ন মরহুম আরজ মিয়া চৌধুরীর নতুন বাড়ি থেকে এই বিষধর সাপগুলো ধরতে সক্ষম হন।

কয়েকদিন আগে বাড়ির কেয়ারটেকার কিনা মিয়ার শিশুপুত্রকে বাড়ির আঙিনায় সাপে কাটে। তাৎক্ষণিক ছাতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট নিয়ে যাওয়ার পরামর্শ দেন ডাক্তার।

পরে শহরের চৌধুরীপাড়া বেদে পল্লির বাসিন্দা আবু তাহেরের পুত্র সর্পরাজ ও তান্ত্রিক ওঝা বুরহান উদ্দিন জালালীর কাছে সাপে কাটা শিশুকে নিয়ে যাওয়া হলে তাঁর তান্ত্রিক ক্ষমতা বলে শিশুটিকে সুস্থ করে তোলেন। সাপে কাটার সূত্র ধরেই বুধবার সকালে ওই বাড়ির আশপাশ ও ঝোপঝাড় থেকে জালালীর নেতৃত্বে ১৬টি বিভিন্ন প্রজাতির বিষধর সাপ ধরে ওঝার দল।

সাপ ধরায় সহযোগিতা করেন জালালীর শিষ্য নূরে আলম, আছকির মিয়া, জুবের আহমদ, আবুল হোসেন, আনোয়ার হোসেন, রতন মিয়া ও ইয়াকুব আলী। বুরহান উদ্দিন জালালী জানান, ধৃত ১৬টি সাপের মধ্যে গেছো আলদ, মেছো আলদ ও বিরল প্রজাতির সূর্যমুখী সাপ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৮ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30