শিরোনামঃ-

» রংপুরের ঘটনা দুঃখজনক; অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা: কাদের

প্রকাশিত: ২৪. জুন. ২০১৭ | শনিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রংপুরের সড়ক দুর্ঘটনা খুবই দুঃখজনক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ জুন) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

রংপুরে ট্রাক উল্টে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি বলেন- এবারের ঈদযাত্রা অন্যান্য বারের চেয়ে স্বস্তিদায়ক। পথে ভোগান্তি কম হওয়ায় মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারছে।

এ সময় তিনি বাস মালিকদের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী না নেওয়ার আহ্বান জানান।

পরিদর্শন ও সঙ্গে থাকা গণমাধ্যমের গাড়ির চাপে জনদুর্ভোগ আরো বাড়ে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন- আমাকে তো খোঁজ-খবর নিতে হবে। আর ঈদযাত্রায় মানুষের খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমাকে আসতেই হবে, মিডিয়ার গাড়ি না এলেও আমাকে আসতে হবে।

প্রায় সব রুটেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহনগুলো। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন- এটি এখনো আমার দৃষ্টিতে আসেনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, শনিবার (২৪ জুন) ভোর ৬টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি নামক স্থানে যাত্রীবাহী ট্রাক উল্টে ১৭ জন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন। হতাহতরা সবাই পোশাক শ্রমিক বলে জানা যায়।

জানা যায়- ট্রাকের যাত্রীদের সবাই পোশাক শ্রমিক, তারা ঢাকার বিভিন্ন এলাকা থেকে ঈদ করতে বাড়ি ফিরছিলেন। কলাবাড়ি নামক স্থানে পৌঁছালে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হন। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে আরো ৬ জন মারা যান।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ট্রাকের অন্য যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে এ ঘটনায় নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন- রংপুর জেলা প্রশাসক ওয়াহেদুজ্জামান। এছাড়া আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে চিকিৎসা খরচ দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

এছাড়া এ ঘটনায় হাইওয়ে পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫২ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30