শিরোনামঃ-

» কাতার বিষয়ে সংকট নিরসনে ট্রাম্প-এরদোগান এর মধ্যে ফোনালাপ

প্রকাশিত: ০১. জুলাই. ২০১৭ | শনিবার

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের কাতার সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জুন) দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সি।

দু’দেশের প্রেসিডেন্ট টেলিফোন আলাপে কাতার সংকট সমাধান হওয়া উচিৎ বলে মত প্রকাশ করেন। আলোচনায় সংকটের কারণে ক্রমবর্ধমান আঞ্চলিক উদ্বেগের বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে তারা আলাপ করেন।

দুই নেতার আলাপ কালে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা আদান-প্রদানের বিষয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, গত মাসের প্রথম দিকে কাতারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে সৌদি আরব, মিশর, আরব আমিরাত, বাহরাইন ও ইয়েমেন। কাতারের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগ এনে দেশগুলো এ পদক্ষেপ নেয়।

এ ঘটনার প্রথম থেকেই তুরস্ক কাতারের পক্ষে অবস্থান নিয়ে সংকট সমাধানে কাজ করে যাচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930