শিরোনামঃ-

» সিলেটে রোটারেক্ট কলার হ্যান্ডওভার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮. জুলাই. ২০১৭ | শনিবার

খয়রুল ইসলামঃ রোটারেক্ট ডিষ্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের রিজিওন সিলেটে কলার হ্যান্ডওভার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুলাই) বিকেল ৪টার সময়  নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রোটারেক্ট ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর রিজিওনাল রিপ্রেজেন্টটিভ ও সিলেট পাইওনিয়ারের পাস্ট প্রেসিডেন্ট রোটারেক্টর মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন রোটারেক্ট ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর এডিশনাল ডিষ্ট্রিক্ট সেক্রেটারি রোটারেক্টর পিপি হাফিজুর রহমান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- জেড আর রোটারেক্টর ওবায়েদ আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পি-ডিআরসিসি রোটারীয়ান আলী আজম চৌধুরী তমাল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ক্লাব প্রেসিডেন্টরা একটি সফল বছর অতিক্রম করে তাদের দায়িত্ব আজ নতুনদের কাছে হস্তান্তর করছে, এটি রোটারেক্ট মুভমেন্টের নেতৃত্বের পালা বদলের সৌন্দর্য। তিনি নতুন রোটা বছরের সকল প্রেসিডেন্টদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইপি-ডি আর আর শাহ জুনেদ আলী।

তিনি তার বক্তব্যে বলেন- ডি আর আর হিসেবে সিলেটের রোটারেক্টরা যেভাবে আমার পাশে ছিল, ঠিক তেমনি এ বছরের ডি আর আর জিয়া উদ্দিন হায়দার শাকিলের পাশেও সিলেটের রোটারেক্টরা থাকবে।  তিনি রোটারেক্ট ডিষ্ট্রিক্ট ৩২৮২  বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- রোটারীয়ান ফখর উদ্দিন, এক্স রোটারেক্টর এস এম জাকারিয়া, এক্স রোটারেক্টর ইমরান চৌধুরী, এক্স রোটারেক্টর মনজুর আহমেদ,  সাবেক এডি আর আর এস রহমান সায়েফ, এডি আর আর এডভোকেট  জাদিল আহমেদ, ডিষ্ট্রিক্ট সেক্রেটারি রোটারেক্টর রফিকুল আলম ও রোটারেক্টর নাহিদ আহমেদ,  ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর রোটারেক্টর রাসেল, রোটারেক্টর ফয়ছল  ও রোটারেক্টর আফজাল হোসেন, ডিষ্ট্রিক্ট আর আর জুবায়ের আহমেদ ও জহির আহমেদ, জেড আর রোটারেক্টর খয়রুল ইসলাম, এডিশনাল ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর রোটারেক্টর রাশেদুজ্জামান, রোটারেক্টর মাসুদুর রহমান, রোটারেক্টর এনামুল হক  প্রমুখ।

অনুষ্ঠানে প্রত্যেকটি ক্লাবের প্রেসিডেন্টরা রোটাবর্ষ (২০১৭-১৮) এর প্রেসিডেন্টদের গলায় কলার পড়িয়ে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব হস্তান্তর করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৯ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30