শিরোনামঃ-

» এসআইইউতে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় দুদক কমিশনার

প্রকাশিত: ১৩. জুলাই. ২০১৭ | বৃহস্পতিবার

এসআইইউ প্রতিনিধিঃ  “শিক্ষকরাই পারেন শিক্ষার্থীদের মধ্যে যাবতীয় মূল্যবোধকে জাগ্রত করতে। আর মূল্যবোধ জাগ্রত হলেই দূর্নীতির মূলোৎপাটন করা সম্ভব। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সততা সঙ্ঘ গঠনের মাধ্যমে মূল্যবোধ জাগ্রত করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।”

বৃস্পতিবার (১৩ জুলাই) সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “দূর্নীতি দমন: মূল্যবোধের অবক্ষয় রোধ ও নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা” শীর্ষক আলোচনা সভায় সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথাগুলো বলেন। দূর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। তিনি আরও বলেন দূর্নীতিকে না বলে সততার জন্য সবাইকে মুখ খুলতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে।

অত্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমদ এর সভাপতিত্বে প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন, দুদক’র প্রধান কার্যালয়ের পরিচালক মো. মনিরুজ্জামান ও দুদক’র সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক শিরীন পারভীন।

আরও বক্তব্য রাখেন- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ঋষিকেশ ঘোষ, মানবিক অনুষদের ডিন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে আইন বিভাগের ছাত্র আফতাব মিয়া।

উক্ত সভায় উপস্থিত ছিলেন দুদক’র সিলেট বিভাগের উপ-পরিচালক রেভা হালদার, দুদক’র প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আবুল কাসেম, দুদক’র কমিশনারের একান্ত সচিব (পিএ) সৈয়দ রবিউল ইসলাম, দুদক’র সিলেটের সহকারী পরিচালক দেবব্রত মন্ডল, দুদক’র সিলেটের উপ-সহকারী পরিচালক রনজিৎ কুমার কর্মকার, জনাব তাজুল ইসলাম ভুইয়া, ওয়াহিদ মঞ্জুর সোহাগ এবং অত্র বিশ্ববিদ্যালয়ের অর্থ পরিচালক সুশান্ত আচার্য, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবির, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান খালেদ হোসাইন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য যে, সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সেকশন অফিসার শরীফ উদ্দিন আহমেদ এবং পবিত্র গীতা পাঠ করেন সুবিনয় আচার্য।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫২ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30