শিরোনামঃ-

» ইউএনও গাজী তারিক সালমন নাজেহাল; ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ২৬. জুলাই. ২০১৭ | বুধবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বরগুনার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের প্রতি আইনি কোনো ব্যত্যয় হয়েছে কি না, সেটা খতিয়ে দেখতে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত একজন সচিবের নেতৃত্ব ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২২ জুলাই  এ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান।

তিনি বলেন, কমিটির প্রধান মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব। অন্য সদস্যরা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিব, সুরক্ষা ও সেবা বিভাগের একজন যুগ্ম-সচিব, আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন যুগ্ম-সচিব। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ ঘটনায় মাঠ প্রশাসনের কোন গাফিলতি আছে কি না, জানতে চাইলে শফিউল আলম বলেন, ‘তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এটি বলা যাবে।’

তদন্ত শেষে প্রতিবেদন প্রকাশ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আগে প্রতিবেদন হাতে পাই, পরেরটা পরে বলা যাবে।’

জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘গাফিলতি আছে কি না, সেটা দেখা হচ্ছে। বিষয়টি প্রমাণ হলে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বরগুনার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বরিশাল বিভাগীয় কমিশনার (তৎকালীন) যে পত্র দিয়েছিলেন, সেটি খারিজ করে দেওয়া হয়েছে। তারিক সালমনের বিরুদ্ধে কোন দোষ না পাওয়ায় সেটি খারিজ করে নথিজাত করা হয়।’

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৮ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30