শিরোনামঃ-

» গণতন্ত্রের মধ্য থেকেই সরকার জঙ্গি দমনে তৎপর : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২৬. জুলাই. ২০১৭ | বুধবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মধ্য থেকেই বাংলাদেশ সরকার জঙ্গিদের দমন করছে বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

বুধবার (২৬ জুলাই) সকালে সাভারের আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় পিকাড কমিউনিটি স্কুল উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী এ সময় আরও বলেন- বাংলাদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে, তাই এই দেশে রাজাকারদের কোন ঠাঁই নাই হবেও না। একটু দেরিতে হলেও বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করেছে। বাংলাদেশ সরকার এখন ৩টি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে।

প্রথমটি হলো- জঙ্গি উৎখাত করে শান্তি প্রতিষ্ঠিত করা। দ্বিতীয়টি হচ্ছে- বৈষম্যমুক্ত উন্নয়নের চ্যালেঞ্জ। আর তৃতীয়টি হচ্ছে দলবাজিমুক্ত সুশাসনের জন্য চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন- বাংলাদেশে শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের সর্বাত্মক সহযোগিতা করছে বর্তমান সরকার। তাই শিল্পপ্রতিষ্ঠানে মালিকপক্ষকে শ্রমিকদের সব রকমের সুযোগ সুবিধা দিতে হবে।

এ সময় তিনি আরও বলেন- ৫৭ ধারায় কোন সাংবাদিক নির্যাতন ও দমন নিপীড়নের জন্য নয়, এটি সাইবার অপরাধ দমনের জন্য, সরকারের পক্ষ থেকে কোন সাংবাদিকের বিরুদ্ধে এই আইন ব্যবহার করা হয়নি। জঙ্গিবাদের বিরুদ্ধে এ সময় তিনি সবাইকে সর্তক থাকার আহ্বান জানান।

পিকাড কমিউনিটি স্কুলে গার্মেন্ট এর শ্রমিকদের সন্তানের বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন কর্তৃপক্ষ।

এই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪০ জন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকাড কমিউনিটি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সায়ফুল ইসলাম সহ আরও অনেকে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930