শিরোনামঃ-

» হেপাটাইটিসকে জানুন এবং এর প্রতিরোধ গড়ে তুলুন

প্রকাশিত: ২৭. জুলাই. ২০১৭ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ ‘হেপাটাইটিসকে জানুন এবং এর প্রতিরোধ গড়ে তুলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে পালিত হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে নগরীর সোবহানীঘাটস্থ আল হারামাইন হাসপাতালের উদ্যোগে এ উপলক্ষে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে বের করা হয় র‌্যালি।

র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালের হল রুমে এক সেমিনারে মিলিত হয়।

সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের বক্তব্যে বলেন, অনিয়ন্ত্রিত জীবনাচরণ, অপরীক্ষিত রক্তগ্রহণ ও অসচেতনতার কারণে বিশ্বব্যাপী হেপাটাইটিস বা যকৃত প্রদাহের বিস্তার বাড়ছে।

দূষিত রক্ত, সিরিঞ্জ, মা থেকে সন্তানের এবং অনৈতিক মেলামেশা ইত্যাদির মাধ্যমে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাস ছড়ায়। হেপাটাইটিস ‘বি’ ভাইরাসের টীকা এখন সর্বত্র পাওয়া যায়। সব বয়সের লোক এই টীকা নিলে হেপাটাইটিস ‘বি’ ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পাওয়া সম্ভব। কিন্তু যেহেতু ‘সি’ ভাইরাসের কোন টীকা এখনও আবিষ্কার হয় নি, সেহেতু সংশ্লিষ্ট সকলের সাবধানতা অবলম্বনের ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. এহসানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্ক ভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওসুল আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, হাসপাতালের পরিচালক (এডমিন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. কাজী এ টি এম ইব্রাহিম ও সি ই ও মেজর জেনারেল (অব.) জন গোমেজ।

শুরুতে হেপাটাইটিস বিষযয়ে সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন আল হারামাইন হাসপাতালের এন্ডোক্রাইনোলোজি বিভাগের চিকিৎসক ডা. সোমা সরকার।

উলেখ্য, জনসচেতনতার লক্ষ্যে প্রতি বছর ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়ে আসছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930