শিরোনামঃ-

» চালু হলো থানায় জিডি করার নতুন নিয়ম

প্রকাশিত: ২৯. জুলাই. ২০১৭ | শনিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বিভিন্ন কারণে পুলিশের সহযোগিতার আশায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ভুক্তভোগী মানুষ। থানায় গিয়ে কীভাবে জিডি করতে হয় তা হয়তো অনেকেই জানেন না। অনেকেই ঝামেলা মনে করে জিডি করা থেকে বিরত থাকেন। এ ঝামেলা শেষ হতে যাচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ জিডি লেখার ক্ষেত্রে যুগোপযুগী পরিবর্তন আনতে যাচ্ছে। প্রতিটি থানায় জিডি বুক সরবরাহ করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, থানায় জিডি করতে আসা ভুক্তভোগীরা অনেক সময় ভোগান্তিতে পড়েন। কলম, সাদা কাগজ এবং অনেক সময় ডুপ্লিকেট কপির জন্য ফটোকপিও করতে হয় ভুক্তভোগীকে।

অনেক সময় থানা পুলিশের বিরুদ্ধে জিডি বাবদ ৫০/১০০ টাকা খরচা নেয়ারও অভিযোগ ওঠে। এখন থেকে আর এসবের কিছুই করতে হবে না।

জিডি বুকে সবই থাকবে। ভুক্তভোগীরা জিডি বুকে নিজেদের সমস্যার কথা উল্লেখ করে স্বাক্ষর করে জমা দেবেন। জিডি বুকের মাধ্যমে কার্বন কপিও পেয়ে যাবেন সহজেই। ফটোকপির ঝামেলাও আর পোহাতে হবে না।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এএসএম হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, সোমবার বিকেলে ডিএমপি সদর দফতরে কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া প্রতিটি থানায় জিডি বুক উদ্বোধন করেছেন। জিডি বুক সরবাহ করেছেন তিনি। আজ থেকেই জিডি করার এ নতুন প্রক্রিয়া চালু হলো।

তিনি বলেন, জিডি করার ক্ষেত্রে সাধারণত ঘটনাস্থলকেই প্রাধান্য দেয়া হয়। যে এলাকার ঘটনা সে এলাকার থানাতেই জিডি করা উচিত। অন্য থানায় জিডি করলে আইনি সহায়তা নিতে ঝামেলা হতে পারে।

জিডির সব প্রক্রিয়া শেষ হলে জিডি নম্বর, তারিখ এবং অফিসারের স্বাক্ষর ও সিল সংযুক্ত জিডি কপিটি নথিভুক্ত করা হবে। এর একটি কপি ভুক্তভোগী সংরক্ষণ করতে পারবেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯০ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30