শিরোনামঃ-

» এই কনস্টিটিউশনাল এমেন্ডমেন্ট আবারো পাশ করবো এবং অনবরত করতেই থাকবো : অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৪. আগস্ট. ২০১৭ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ সংবিধানের ষোড়শ সংশোধনী আদালত যতবার বাতিল করবে সংসদে ততবারই নতুন করে এই সংশোধনী পাশ হবে। বিচারপতিদের আমরা চাকরি দেই।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে  সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, এই কনস্টিটিউশনাল এমেন্ডমেন্ট আবারো পাশ করবো এবং অনবরত করতেই থাকবো, দেখি জুডিসিয়ারি কতদুর যায়। বিকজ জুডিসিয়ারি পজিশন আনটেরিবল”।

তিনি বলেন, মানুষের প্রতিনিধির উপর তারা খবরদারী করবে অথচ তাদের আমরা চাকরি দেই।

প্রধান বিচারপতি এস কে সিনহা সহ আপিল বিভাগের ৬ বিচারপতির স্বাক্ষরের পর গত মঙ্গলবার বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পুর্নাঙ্গ রায় প্রকাশ করার পর এই প্রথম সরকারের কোন মন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দেয়া হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30