শিরোনামঃ-

» ২০ বছর পর পাকিস্তানের মন্ত্রীসভায় কোন হিন্দু মন্ত্রী

প্রকাশিত: ০৭. আগস্ট. ২০১৭ | সোমবার

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানি মন্ত্রিসভায় ২০ বছর পর হিন্দু সম্প্রদায়ের কেউ মন্ত্রী হয়েছেন। তার নাম দর্শন লাল। পেশায় তিনি চিকিৎসক। তাকে আপাতত পাকিস্তানের ৪টি প্রদেশের মধ্যে সংযোগ রক্ষার দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে পাকিস্তানে শেষবারের মতো হিন্দু মন্ত্রী হয়েছিলেন ‘পাকিস্তান হিন্দু পার্টি’-র প্রতিষ্ঠাতা রানাচন্দ্র সিংহ।

এর আগে শুক্রবার (৪ আগস্ট) পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শাহিদ খকন আব্বাসির নয়া মন্ত্রিসভা গঠিত হয়। মোট ৪৭ সদস্যের এই নয়া মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী ২৮ জন। রাষ্ট্রমন্ত্রী ১৯ জন। ওই ১৯ জনের একজন হলেন ৬৫ বছর বয়সী দর্শন লাল।

২০১৩ সালে পিএমএল-এন’র টিকিটে জিতে দ্বিতীয়বারের জন্য ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হয়ে ছিলেন তিনি। পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার মীরপুরের মাথেলার বাসিন্দা দর্শন লাল।

এরই সঙ্গে প্রায় ৪ বছর বাদে কোনো পররাষ্ট্রমন্ত্রী পেলো পাকিস্তান। নয়া মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন খাজা মহম্মদ আসিফ। তিনি নওয়াজ শরিফের মন্ত্রিসভায় প্রতিরক্ষা ও বিদ্যুৎমন্ত্রী ছিলেন। দেশের শেষ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিনা রব্বানি খার। ২০১৩ সালে শপথ নেওয়া নওয়াজ শরিফের মন্ত্রিসভায় কোন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না।

শুক্রবার শপথ নেওয়া নতুন মন্ত্রিসভায় অনেকেই নওয়াজ শরিফের মন্ত্রিসভার সদস্য ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930