শিরোনামঃ-

» সামিন এখন কার কাছে থাকবে?

প্রকাশিত: ০৭. আগস্ট. ২০১৭ | সোমবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ৫ বছরের সামিনকে মা বললো, 911 এ কল করো। পুলিশকে বলো, মার পেটে ব্যাথা, তাড়াতাড়ি আসো।

সামিন পুলিশে কল করে বললো, মম সিক, ক্যান্ট টক, কাম সুন। পুলিশ আসার আগেই মা গলায় ফাস দিয়ে আত্মহত্যা করলো! পুলিশ এসে পেলো ঝুলতে থাকা মৃতদেহ।

নিউইয়র্কের ইস্ট এলেমহার্স্টে নাদিয়া আফরোজ সুমি শুক্রবার পারিবারিক অশান্তি এবং সংসারের টানাপোড়েনের কারণে আত্মহত্যা করেন। তার একমাত্র সন্তান সামিন এখনো বুঝতে পারছে না কি ঘটে গেছে তার জীবনে। মা নেই, বাবা মাহফুজুর রহমান হার্ট এ্যাটাক করে বছর দুয়েক ধরে হাসপাতালে। বর্তমানে তিনি একটি রিহ্যাব সেন্টারে রয়েছেন। পরিবারে মাহফুজ ছিলেন একমাত্র উপার্জনকারী। স্বামীর এই অসুস্থতায় ৫ বছরের একমাত্র পুত্র সন্তান সামিনকে নিয়ে মহাসংকটে পড়েন সুমি। নিউইয়র্কের ব্যয়বহুল জীবনযাপনে হিমশিম খেতে থাকে। মাহফুজ ছিলেন খুলনা সমিতির সাবেক সাধারণ সম্পাদক। সেই সুবাদে সমিতি দু’এক মাসের বাসা ভাড়া দেয়, পরিচিত কেউ কেউ সাহায্যের হাত বাড়ায়। পরে নিউইয়র্ক সিটির কাছ থেকে কিছু সুযোগ-সুবিধা পান। কিন্তু তাতে জীবন ধারণ খুব সহজ ছিল না। খাড়ার ওপর মরার ঘা হয়ে ছিলো শ্বশুর বাড়ির অকথ্য অপবাদ, এমনই বলছে সুমির পরিচিতজনেরা। ঘটনা যা-ই হোক, তাতে কিছু আসে যায় না মহাসংকটে থাকা সামিনের ছোট্ট জীবনে। রবিবার রাতে দেখলাম ফুটফুটে শিশুটিকে, একমনে খেলছে মাইন ক্রাফট। সুমি-মাহফুজ দম্পতির পরিচিত এক পরিবারের জ্যামাইকার বাসায় আছে। আমি ভাবছিলাম ভিন্ন কথা। কত সামাজিক নিরাপত্তাবেষ্ঠনীর কথা শুনি, অথচ স্বপ্নের সোনার হরিনের দেশেও সংসার চালাতে না পেরে মানুষ আত্মহত্যা করে! সুমি নিজেও এদেশের একটি মানবাধিকার সংগঠনে যুক্ত ছিলেন। সহজে ভেঙে পড়ার মেয়ে সে নয় বলেই শুনছি। তবু একজন মা কি পরিস্থিতিতে ছোট শিশু রেখে মৃত্যুর পথে হাঁটতে পারে? বিদেশ বিভূঁইয়ে সামিন এখন কার কাছে থাকবে?

আমি যখন এসব ভাবছি, সঙ্গে থাকা দেশিস রাইজিং আপ এন্ড মুভিং এর নির্বাহী পরিচালক কাজী ফৌজিয়া বললেন, কত মানুষ যে অভিভাবকত্ব চাইবে, দেখতে থাকেন। এরই মধ্যে জানালাম মাহফুজ এবং সুমি দু’জনেরই পরিবার অভিভাবকত্ব চায়। দুই পরিবারের কোন্দলে সুমির লাশ এখনও হাসপাতালে। দুই পরিবারই দাফনের দায়িত্ব নিতে চায়! জীবনে না হোক মরণে তো তারা দায়িত্ব নিতে চাইছে-এই বা কম কিসে! এমন ভাবতে ভাবতে যা শুনলাম তাতে বিষন্নতায় ডুবে গেলাম। যে পরিবার লাশ দাফনের দায়িত্ব পাবে, সেই পরিবারের পাল্লা ভারি থাকবে সামিনের দায়িত্ব নেয়ার। আর শিশু পালনের মতো গুরু দায়িত্ব পালনকারী আমেরিকান সরকারের কাছ থেকে মাসে ১২০০ ডলার পাবে শিশুর ভরণপোষণ ও দেখভালের জন্য। এই টাকাই তাদের মূল লক্ষ্য, নিষ্পাপ শিশুটি নয়। আরো জানলাম, দুই পরিবারের একটি পরিবারও উপযুক্ত না হলে সামিনকে দেয়া হবে অন্য কোনো পরিবারের কাছে। এসব শুনতে শুনতে সামিনের আপাতত আশ্রিতার বাসার কলিং বেল বেজে উঠলো। কঠিন চেহারার আফ্রিকান আমেরিকান দুই নারী পুরুষ। সিটি থেকে এসেছে সামিনের খবর নিতে। তাদের কাছে সামগ্রিক অবস্থা ‘উপযুক্ত’ মনে না হলে শিশুটিকে তারা নিয়ে যাবে। নিয়ে কোথায় যাবে? এবার কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার জোগার!

আমেরিকায় সমাজ সেবামূলক একটি পেশা শিশু লালন পালন, দত্তক নেয়া। পরিবারে নির্যাতনের শিকার শিশু, অনাথ শিশুদের দায়িত্ব দেয়া হয় ওই পেশাজীবীদের। তারা আাদালতে নিজেদের সামগ্রিক চিত্র তুলে ধরে অমন শিশুদের দায়িত্ব নেয়ার জন্য আবেদন করে রাখে। আফ্রিকান আমেরিকান নারীদের বেশি আধিপত্য এই পেশায়। ইদানিং বাংলাদেশি নারীদেরও কেউ কেউ যুক্ত হচ্ছেন। তবে মানবাধিকার সংগঠন দেশিজ রাইজিং আপ এন্ড মুভিং বলছে, শুনতে যতই মহৎ মনে হোক, শিশু পালনের পেছনে রয়েছে ওই পেশাজীবীদের অনেকের অসৎ উদ্দেশ্য। তাহলো একেকটি শিশুর জন্য মাসে মাসে ১২০০ ডলার! অথচ ওই শিশুর আপন বাবা-মা’কে সরকার মাসে দেয় ৩/৪শ’ ডলার! বেশির ভাগ ক্ষেত্রে আর্থিক টানাপোড়েনে থাকা পরিবারের শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়, বাবা-মা’র মানসিক অস্থিরতা, সাংসারিক চাপ আর দুশ্চিন্তার কারণে। আর সিটি নির্যাতনের কথা জানতে পেরে ওই শিশুদের দায়িত্বে দেয় দত্তক নেয়া বাবা-মা-র কাছে। ওই ১২০০ ডলার যদি আপন বাবা-মা-কে দেয়া হতো অনেক ক্ষেত্রেই শিশুরা আপন বাবা-মা-র আদর স্নেহ থেকে বঞ্চিত হতো না। এমনকি আজ হয়তো সামিনের জীবনে এমন অসহায় দিন আসতো না! আর্থিক টানাপোড়েনে সুমিকে হয়তো পৃথিবী ছাড়তে হতো না!

(লেখিকার ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930