শিরোনামঃ-

» সরকার হাওর পাড়ের বাঁধের দুর্নীতির সাথে জড়িতদের বিচারের ব্যবস্থা করেছে : এডভোকেট শামসুল ইসলাম।

প্রকাশিত: ১১. আগস্ট. ২০১৭ | শুক্রবার

শাল্লা প্রতিনিধিঃ সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, সিলেটের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম বলেন- প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ দেশে খাদ্যে স্বয়ং সম্পন্ন হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে মডেল হিসেবে নিয়েছে। সরকার হাওর পাড়ের বাঁধের দুর্নীতির সাথে জড়িত পানি উন্নয়ন কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের বিচারের ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রী দিরাই শাল্লার উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহন করেছেন। এ সরকারের আমলে দিরাই শাল্লার রাস্তাঘাট, বিদুৎ, শিক্ষার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

আমাদের জাতীয় নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত এ দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্যই সরকার কাজ করে যাচ্ছে।

শুক্রবার (১১ আগস্ট) বিকাল ৪টার সময় শাল্লা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড এর সরকার প্রদত্ত ভিজিএফ কার্ডধারীদের মধ্যে চাল বিতরনের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে সমেবেত জনতার উদ্দেশ্যে এ কথা বলেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফুল মিয়া স্বাগত বক্তব্য রাখেন।

এ সময় পরিষদের সদস্যবৃন্দ সহ এলাকার মুরব্বীয়ান ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামীলীগ নেতা এডভোকেট দীপু রঞ্জন দাস, শাল্লা যুবলীগের আহবায়ক তকদির হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি বিজিত লাল দাস, উপজেলা যুবলীগ নেতা লাল আমীন তালুকদার, জাহাংগীর আলম, অখিল দাস, প্রভাংশু দাস, চপল দাস, যুবলীগ নেতা আমজদ হোসেন, ছাত্রলীগ নেতা জাহেদ হোসেন প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930