শিরোনামঃ-

» ২৪ ঘণ্টায় পশুরহাট ও কোরবানীর ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে : সাঈদ খোকন

প্রকাশিত: ০৪. সেপ্টেম্বর. ২০১৭ | সোমবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন- পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানী থেকে গত ২৪ ঘণ্টায় পশুরহাট ও কোরবানীর ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে কোরবানীর পশুর বর্জ্য অপসারণ সংক্রান্ত এক যৌথ সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন একথা বলেন।
যৌথ সংবাদ সম্মেলনে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র সাঈদ খোকন বলেন, আমরা উভয় সিটি করপোরেশনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানীর পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলাম। ঘোষিত সময়ের মধ্য ঈদের দিন শনিবার দুপুর ২টা থেকে আজ রবিবার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে।
তিনি বলেন, আজ রবিবার ও আগামীকাল সোমবারও পশু কোরবানী হবে। দ্রুততম সময়ের মধ্যে অবশিষ্ট বর্জ্যও অপসারণ করা হবে। আজ যেসব পশু জবাই দেয়া হচ্ছে তা তাৎক্ষণিক অপসারণে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে বলেও জানান তিনি।
রাজধানীতে ৫ লাখ পশু কোরবানী দেয়া হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, ঢাকা দক্ষিণে ঈদের তৃতীয় দিন সোমবার পর্যন্ত মোট ১৮ হাজার মেট্রিক টন বর্জ্য হবে বলে ধারণা করেছিলাম। এখন পর্যন্ত ৩ হাজার ট্রিপে ১৪ হাজার বর্জ্য অপসারণ করা হয়েছে। অবশিষ্ট বর্জ্য দ্রুত সময়ে অপসারণ করা হবে।
অপরদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ঈদের তৃতীয় দিন সোমবার পর্যন্ত ১০ হাজার মেট্রিক টন বর্জ্য হবে বলে ধারণা করা হয়েছিলো। এর মধ্যে দুপুর একটা পর্যন্ত ১ হাজার ৬৮৬ ট্রিপের মাধ্যমে ৮ হাজার ২৭০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। বাকিটা দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা হবে বলেও মেয়র জানান।
সাঈদ খোকন বলেন, ‘নগরীর কোথাও কোনও বর্জ্য পড়ে থাকতে দেখা গেলে আমাদের হটলাইনে ০৯৬১১০০০৯৯৯ ফোন করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছিলাম। এ পর্যন্ত আমাদের কাছে ৯৫০টির মতো কল এসেছে। এর মধ্যে ৩১ জন তারা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সহযোগিতা চেয়েছে। এরমধ্যে রবিবার দুপুর ১টা পর্যন্ত ২২ জনের চাহিদা পূরণ করেছি। বাকিদেরও সেবা দেয়া হবে।
এছাড়া বাকিরা হটলাইন সঠিক কি না তা জানার জন্য ফোন করেছিলেন। উভয় সিটি করপোরেশনের ১৭ হাজার পরিচ্ছন্ন কর্মী কাজ করছে বলে মেয়র জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৭ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30