- জৈন্তাপুরে ছাত্রদলের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময়
- সোনালী প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
- সিলেট জেলা শ্রমিক দলের কর্মী সভা
- সিলেটে কীটনাশকের ব্যবহার কমিয়ে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস পালিত
- জুলাই বিপ্লবে জন্ম নেওয়া ‘টিম অনওয়ার্ড’ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে সিলেট মহানগর জামায়াতের শোক
- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর গণসমাবেশ শায়খ জিয়া উদ্দীন
- আগামীকাল ২৪ নভেম্বর জনসভা ও গণমিছিল সফল করুন : বাসদ
- ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাথে প্রবাসী আজমের মতবিনিময়
- সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোড ম্যাপ ঘোষনা হলে সংশয় দূর হবে
» সু চির নোবেল পদক কেন ফিরিয়ে নেওয়া হবে না?
প্রকাশিত: ০৬. সেপ্টেম্বর. ২০১৭ | বুধবার
আন্তর্জাতিক ডেস্কঃ রাখাইনে মিয়ানমার বাহিনী রোহিঙ্গাদের নির্বিচারে গুলি করে হত্যা করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। সেনাবাহিনীর বর্বর নির্যাতনে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। কয়েক শ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। পালাতে গিয়ে নদীতে ডুবে মরছে তারা। নদীতে ভাসছে রোহিঙ্গা নারী-শিশুদের লাশ। জাতিসংঘের হিসেবে প্রায় এক লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।
কিন্তু এত কিছুর পরও নির্বিকার সে দেশের অবিসংবাদিত নেতা হিসেবে পরিচিত শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সু চি। গণতন্ত্রের জন্য যিনি দীর্ঘদিন অহিংস লড়াই করেছেন, সেই সু চির রহস্যজনক নিরবতা তাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। রাখাইনে সামরিক অভিযান বন্ধে সোমবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে তার প্রতি আহ্বান জানানো সত্ত্বেও সু চি নিরব ভূমিকা পালন করছেন। এ ব্যাপারে সু চির কোনো উদ্যোগ ও পদক্ষেপ নেই।
সাংবাদিকরা এ বিষয়ে সু চিকে প্রশ্ন করলে তিনি সামরিকবাহিনীর পক্ষেই কথা বলেছেন। রোহিঙ্গারা সে দেশের নাগরিক নয় বলে সামরিকবাহিনী যে দাবি করছে, সু চি রাখাইনে অভিযানের ব্যাপারে পদক্ষেপ না নিয়ে তাদের সেই দাবিকেই সমর্থন করছেন।
এ অবস্থায় বিভিন্ন দেশে বিক্ষোভকারীরা অং সান সু চির নোবেল পুরস্কারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। বলা হচ্ছে, সু চির নোবেল কেন ফিরিয়ে নেওয়া হবে না? সু চির প্রতি নিন্দা জানানো বা তার নোবেল পুরস্কার কেড়ে নেওয়া যায় কিনা সে বিষয়ে নোবেল কমিটির পদক্ষেপ চেয়েছে তারা।
সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ক্যানবেরায়, ইন্দোনেশিয়ার জাকার্তায় বিক্ষোভকারীরা সু চির পদক কেড়ে নেওয়ার দাবি জানিয়েছেন। জাকার্তায় বিক্ষোভকারীরা সু চির ছবি পুড়িয়েছেন এবং মিয়ানমার দূতাবাস লক্ষ্য করে গ্যাসোলিন বোমা ছুঁড়েছেন। বিক্ষোভকারীদের একজন বলেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চলার সময় সারা বিশ্ব নীরব ভূমিকা পালন করছে, যা দুখঃজনক।
রাখাইনে রোহিঙ্গাদের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে এই সহিংসতার দ্রুত অবসানের আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই। রোহিঙ্গাদের ওপর অমানবিক নিপীড়নের ঘটনায় মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে নিন্দা জানানোরও আহ্বান জানিয়েছেন মালালা।
এক টুইটে তিনি বলেন- বিগত কয়েক বছর ধরে আমি বারবার রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের ‘মর্মান্তিক ও লজ্জাজনক’ আচরণের নিন্দা জানিয়ে আসছি। আমি এখনো অপেক্ষা করছি; আমার মতো শান্তিতে নোবেল জয়ী অং সান সু চি রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে একই ধরনের নিন্দা জানাবেন। সু চির নিন্দার জন্য বিশ্ব এবং রোহিঙ্গা মুসলিমরা অপেক্ষা করছেন।
টুইটে মালালা আরো বলেন, ‘যেখানে রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করছেন, সেখানে যদি তাদের আবাস না হয় তাহলে কোথায় তাদের আবাস?’ তিনি বলেন, রোহিঙ্গা মুসলমানদেরকে মিয়ানমারের নাগরিকত্ব দেওয়া উচিত, যেখানে তারা জন্মগ্রহণ করেছেন।’ তিনি বলেন, সহিংসতা বন্ধ না হলে মানবতা বিপন্ন হবে।
গত বছর মিয়ানমারে গণহত্যার পরিণতি সম্পর্কে সতর্ক করে মালালা ইউসুফজাই, ডেসমন্ড টুটু ও আরো ১১ জন নোবেল বিজয়ী একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন। সু চির উদ্দেশ্যেই মূলত তারা এ পদক্ষেপ নেন। তারা সু চির বন্দি জীবন যাপনের কথা স্মরণ করেন।
১৯৮৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি জয়লাভ করলেও সরকার গঠন করতে না দিয়ে তাকে গৃহবন্দি করে রাখে সামরিক জান্তা। টানা ১৫ বছর তিনি গৃহবন্দি ছিলেন।
এরপর ২০১৫ সালে সু চির দল নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে তিনি স্টেট কাউন্সিলর হন। বর্তমানে সু চি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।
তাদের আক্ষেপ- যে সু চি অধিকার আদায়ে লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য সামরিক জান্তার বিরুদ্ধে লড়েছেন, সেই সু চি রাখাইনদের ওপর অত্যাচার-নির্যাতনের ঘটনায় কী করে নির্লিপ্ত আছেন?
এ অবস্থায় সু চির নোবেল শান্তি পুরস্কার কেড়ে নেওয়ার কথা বলেছেন বিক্ষোভকারীরা। তবে এ নিয়ে বিতর্ক এই প্রথম নয়। যদিও নোবেল পুরস্কার প্রদান করে তা কেড়ে নেওয়া হয়েছে, এমন রেকর্ড এখন পর্যন্ত নেই। তবে এর আগেও বিভিন্ন জনের এই পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি উঠেছিল।
যেমন- এর আগে হেনরি কিসিঞ্জার ও বারাক ওবামার নোবেল কেড়ে নেওয়ার দাবি উঠেছিল। এ ছাড়া ১৯৯৪ সালে যে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল তার প্রতিবাদে নোবেল কমিটির এক সদস্য পদত্যাগ করেছিলেন।
ওই বছর যৌথভাবে ইসরাইলি নেতা শিমন পেরেস, আইজাক রবিন ও ফিলিস্তিন নেতা ইয়াসির আরাফাতকে এ পুরস্কার দেওয়া হয়েছিল। তখন কমিটির সদস্য কারে ক্রিস্টিয়ানসেন এই বলে পদত্যাগ করেন যে ইয়াসির আরাফাত একজন ‘সন্ত্রাসী’ এবং তিনি এ পুরস্কার পাওয়ার যোগ্য নন।
গুনার স্টলসেট নামে নোবেল কমিটির প্রাক্তন এক সদস্য যিনি ১৯৯১ সালে সু চিকে নোবেল প্রদানের কমিটিতে ছিলেন, তিনি বলেন, নোবেল পদক দেওয়ার পর তা কখনো ফিরিয়ে নেওয়া হয় না। এমনকি পুরস্কারপ্রাপ্ত কারো ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিলে কিংবা তার সম্পর্কে কোন বিতর্ক উঠলে সে বিষয়ে কমিটি কোন নিন্দাও জানায় না। তিনি বলেন, ‘যখন সিদ্ধান্ত হয় এবং পদক দেওয়া হয়, তখনই কমিটির দায়িত্ব শেষ হয়ে যায়।’
এই সংবাদটি পড়া হয়েছে ৫৪১ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের প্রতিবাদ মিছিল
- লেবানন ও প্যালেস্টাইনে গণহত্যা বন্ধের দাবিতে সোচ্চার হোন : বাসদ
- জি কে গউছ, মিফতাহ্ সিদ্দিকী ও সাহেলকে যুক্তরাষ্ট্র মিশিগান বিএনপির অভিনন্দন
- সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল
- লন্ডনে ‘রাইটস অব দ্যা পিপল’র ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচী পালন